কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

পুণ্যশ্লোক দাশগুপ্ত

কবিদের ২২গজ


- ১ -

অতিগোপন, আমি দেখছিলাম হাল্কাভাবে,সাধনসঙ্গিনী দেখছিলাম,

চিত্ত মহাসুখে আছে আর আমি কৃষ্ণের চিন্তায় মরে যা্ই,
আসলে কৃষ্ণ তো কবি যুবতী রসের কামনা আসঙ্গের অধিক।
প্রেরণা পরকীয়া দেবে নতুনের স্বাদ, দূতী দেবে সাঙ্খ্যদর্শন
এ যেন সহজ প্রক্রিয়া উপদেশগীতিকার গান, জীবনপ্রবেশে ইচ্ছুক।
‘হৃদয় লজ্জায় ঢাকে হৃদয়ের কথা’ আর আমি কামসূত্র ঢেলে দিই অঙ্গ-অপেরায়
আমি গ্রিক, হাল্কা কুয়াশায় প্রে

মিকার সাথে মিশে যাই গ্রিসের শরীরে
আমি বিকল্প পৃথিবীর আবেগমিশ্রিত উইকেটকিপার
আছি কবিদের হাটে আছি পালকের টুপি মাথায় জ্যান্ত খোলামেলা স্থানান্তরে
আহ্লাদিত, এসব দৃশ্য অপরূপ যৌনচুম্বন নোঙর ফেলেছে, রসে রসে
অপূর্ব কামিনী, আর আমি স্বতঃঘোষিত প্রেমিক, শিল্পসমন্বিত ট্রাজিক ...

(চলবে)


২টি মন্তব্য: