কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

নাশিদা খান চৌধুরী

প্রার্থনা

প্রার্থনার সিঁড়ি বেয়ে উত্তরণ পৌছে শেষ ধাপ -
যেখানে পৃথিবীর ভর শূন্য
বাতাস নিশ্চুপ পৃথিবী নির্বাক
অপেক্ষার মূহুর্ত বিমূঢ়
প্রার্থিত ... ঋষিবর - ধ্যানমগ্ন

নিজেকে আবিস্কার
ব্যাথার পান্থশালার প্রহরী।


এই ভরহীন স্থানে উচ্চাসনে ঠেঁস দিয়ে
গভীর ধ্যান-সমাধিস্থ।
নেশার রাত্রি নিস্তবব্ধতায় কাঁটিয়ে দেয়
শর্তহীন শোভাযাত্রা,
ধ্যান ভাঙবার প্রতীক্ষায়।

আমি শোভাযাত্রার নিঃসঙ্গ ...


৯টি মন্তব্য:

  1. কবিতার গভীরতা ও উচ্চতা মন কে নাড়া দিলো

    উত্তরমুছুন