কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

তন্ময় কর্ম্মকার

একটি মেঘের কথা



এ খেলা খেলবো না আর

মেঘে মন রেখে রেখে
ভেসেছি অলীক সুখে
এবার ক্লান্ত দেহভার।

জানো মেঘ, আবেগের জোয়ারে

থোকা থোকা স্বপ্নগুলো
না বলেই ভেসেছিল
আনমনে তুমি কথা চলেছিলে
কেউ কথা বলে নি,
যেন আমি অনাহুতদের দলে
শুনে রেখো, যাব না আর তোমার দুয়ারে।

মেঘ, জানি তুমি নির্ভীক, ব্যাস্ত পথিক

ব্যাপ্তি আকাশ ছড়ানো।
বৃষ্টি সাজানো শরীর এনো
ছুঁয়ে যাবে তন,
মাতবো রিনিরিনি গানে, ভুলে দেবো সব রোষ--- ঠিক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন