শকুন
(হাসান আজিজুল হকের শকুন গল্প মনে রেখে)
এক চিলতে আকাশের জন্য
হন্যে হয়ে ঘুরে ঘুরে মরছে সে
যে আকাশ জুড়ে চলে শাসন
দূর দৃষ্টিতে দেখে নেয়
কোথায় আছে তার খাদ্য, ভাগাড়
আজ হঠাৎই ডানা ঝাপটিয়ে
নেমে এলো মাটিতে, ঘষটে পড়ল
পা মুড়ে। চোখের দৃষ্টিতে নামে
ঘোলাটে অন্ধকার। আঁধার নামে
পৃথিবীর বুকে, ছেলের দল ধেয়ে আসে
খেলার এক মাজার সঙ্গী যেন।
শুরু হয় নতুন উদ্যমে খেলার আয়োজন
কে ধরতে পারে আগে
পালক চাই,রাজা সাজবে কেউ
আকাশের বাদশা মাটির পৃথিবীতে আজ।
বয়সের ভার, ঘোলাটে চোখে
উড়তে পারে না আঁধারে দোর্দণ্ডপ্রতাপ
প্রাণীটা। ধাক্কা খেতে খেতে একবার
মেলে দেয় ডানা, উড়ে গিয়ে পড়ে
এঁদো পুকুরের জলে। ডানা ঝাপটিয়ে
উঠে আসে, সামনে মাঠ ধেনো জমি।
ছেলের দলের হাতে উঠে আসা পালক
নৃশংসতার প্রতীক। যেন অমূল্য ধনে
মুঠো ভরে আছে ছেলেদের দল।
গাছ তলায় ঝিমোয় ছেলের দল
ক্লান্তি ঝেড়ে ঝকঝকে আলো ফোটে
ভোর হলো। গা ঝাড়া দিয়ে ছোটে
ছেলের দল। দেখে পড়ে আছে
সদ্যোজাত জীবন্ত শিশু আর আকাশের
বাদশা পালক খসা মৃত বুড়ো শকুন !
(হাসান আজিজুল হকের শকুন গল্প মনে রেখে)
এক চিলতে আকাশের জন্য
হন্যে হয়ে ঘুরে ঘুরে মরছে সে
যে আকাশ জুড়ে চলে শাসন
দূর দৃষ্টিতে দেখে নেয়
কোথায় আছে তার খাদ্য, ভাগাড়
আজ হঠাৎই ডানা ঝাপটিয়ে
নেমে এলো মাটিতে, ঘষটে পড়ল
পা মুড়ে। চোখের দৃষ্টিতে নামে
ঘোলাটে অন্ধকার। আঁধার নামে
পৃথিবীর বুকে, ছেলের দল ধেয়ে আসে
খেলার এক মাজার সঙ্গী যেন।
শুরু হয় নতুন উদ্যমে খেলার আয়োজন
কে ধরতে পারে আগে
পালক চাই,রাজা সাজবে কেউ
আকাশের বাদশা মাটির পৃথিবীতে আজ।
বয়সের ভার, ঘোলাটে চোখে
উড়তে পারে না আঁধারে দোর্দণ্ডপ্রতাপ
প্রাণীটা। ধাক্কা খেতে খেতে একবার
মেলে দেয় ডানা, উড়ে গিয়ে পড়ে
এঁদো পুকুরের জলে। ডানা ঝাপটিয়ে
উঠে আসে, সামনে মাঠ ধেনো জমি।
ছেলের দলের হাতে উঠে আসা পালক
নৃশংসতার প্রতীক। যেন অমূল্য ধনে
মুঠো ভরে আছে ছেলেদের দল।
গাছ তলায় ঝিমোয় ছেলের দল
ক্লান্তি ঝেড়ে ঝকঝকে আলো ফোটে
ভোর হলো। গা ঝাড়া দিয়ে ছোটে
ছেলের দল। দেখে পড়ে আছে
সদ্যোজাত জীবন্ত শিশু আর আকাশের
বাদশা পালক খসা মৃত বুড়ো শকুন !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন