ভাল লাগে
অভিমানে নীল হয়ে গেছি
তারপর ও জানিনা কেন
মুখ ফেরাতে পারিনি
সামনে এলে সব যাই ভুলে
যেন ভালবাসতেই ভাল লাগে
বাস্তবতা থেকে অনেক দূরে থাকি
জানি আমি পরিনতি
তারপরও কেন জানিনা
জেনে না জানার ভান করতে
আমার ভাল লাগে
অশ্রুতে অনীহা
তারপরও
নিজেকে বন্দী করে
কাদতে আমার ভাল লাগে
সে আমার ছিল আমারই আছে
আর চিরদিন আমার রবে
কিছুক্ষনের জন্য হলে ও
এই ভাবনায় হারাতে
আমার ভাল লাগে ।।
অভিমানে নীল হয়ে গেছি
তারপর ও জানিনা কেন
মুখ ফেরাতে পারিনি
সামনে এলে সব যাই ভুলে
যেন ভালবাসতেই ভাল লাগে
বাস্তবতা থেকে অনেক দূরে থাকি
জানি আমি পরিনতি
তারপরও কেন জানিনা
জেনে না জানার ভান করতে
আমার ভাল লাগে
অশ্রুতে অনীহা
তারপরও
নিজেকে বন্দী করে
কাদতে আমার ভাল লাগে
সে আমার ছিল আমারই আছে
আর চিরদিন আমার রবে
কিছুক্ষনের জন্য হলে ও
এই ভাবনায় হারাতে
আমার ভাল লাগে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন