চন্দ্রাহত একাকী বিভ্রম
ছিলোনা কোনো বাতাস কিংবা জল,
ফুলের সমারোহের বর্ণিলতা ছিলো উহ্য।
চন্দ্রাহত আচ্ছন্ন বোধে নিমগ্ন হয়ে
অবগাহন কি ছিলো পরমাকাঙ্খিত ভ্রম?
সচেতন সত্ত্বার বাহিত দেহ নিয়েও তবু
পৌঁছে যাই নব এক সমুদ্রতটে।
শুনে যাই অনর্গল তোমার কুহর হতে
বয়ে নিয়ে আসা স্বর্গসংগীত;
অনুভব করি আমার প্রতিটি হৃৎস্পন্দন
সেই সাথে আমার সকল পেশীর অস্থির সঞ্চালন।
তাকিয়ে থাকি তখন সেই নক্ষত্রপানে
যার সুতীব্র আলো করেছে খুদিত
আমার ফেলে আসা অসংজ্ঞায়িত কৃষ্ণ কক্ষপথ।
দোর উন্মোচিত ঘরে তাই
ফিরে আসা হয়না তৎক্ষণাৎ;
পত্রপল্লবের মর্মর নিস্বনের সঙ্গত দিয়ে যায়
আত্মগহন নিঃসৃত অরব চিৎকার।
স্থিরতা খোয়ানো এই একা আমি
কেবল আমাকেই পাশে নিয়ে প্লাবিত হই,
অকস্মাৎ বিস্মৃত নিজেকে নিয়ে
নিমগ্ন জ্যোৎস্নায় হই স্নাতক- নির্বাক পাষাণের মতো।
ছিলোনা কোনো বাতাস কিংবা জল,
ফুলের সমারোহের বর্ণিলতা ছিলো উহ্য।
চন্দ্রাহত আচ্ছন্ন বোধে নিমগ্ন হয়ে
অবগাহন কি ছিলো পরমাকাঙ্খিত ভ্রম?
সচেতন সত্ত্বার বাহিত দেহ নিয়েও তবু
পৌঁছে যাই নব এক সমুদ্রতটে।
শুনে যাই অনর্গল তোমার কুহর হতে
বয়ে নিয়ে আসা স্বর্গসংগীত;
অনুভব করি আমার প্রতিটি হৃৎস্পন্দন
সেই সাথে আমার সকল পেশীর অস্থির সঞ্চালন।
তাকিয়ে থাকি তখন সেই নক্ষত্রপানে
যার সুতীব্র আলো করেছে খুদিত
আমার ফেলে আসা অসংজ্ঞায়িত কৃষ্ণ কক্ষপথ।
দোর উন্মোচিত ঘরে তাই
ফিরে আসা হয়না তৎক্ষণাৎ;
পত্রপল্লবের মর্মর নিস্বনের সঙ্গত দিয়ে যায়
আত্মগহন নিঃসৃত অরব চিৎকার।
স্থিরতা খোয়ানো এই একা আমি
কেবল আমাকেই পাশে নিয়ে প্লাবিত হই,
অকস্মাৎ বিস্মৃত নিজেকে নিয়ে
নিমগ্ন জ্যোৎস্নায় হই স্নাতক- নির্বাক পাষাণের মতো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন