স্বপ্ন
কাল রাতে ঝরে গেছে পূর্নিমার চাঁদ
ছেলেটি নিষেধ মানেনি
স্বপ্ন দেখেছিল ভালবাসার
হাত বাড়িয়ে ছুঁতে চেয়েছিল আকাশনীল
সকাল হতেই পুকুরপাড়ে তার লাশ
বোঝেনি ভালবাসা শুধু হৃদয়ের মিল নয়
আরও অনেককিছু
...
লাইনের ধারে বস্তির চোখেও স্বপ্ন
সহজপাঠের সাথে মিড ডে মিলের ভাত
বড় হয়ে ওঠার তীব্র আকুলতা,
সাইকেল গ্যারেজে স্বপ্ন চুরি গেছে তার
পাড়ার গলির আইবুড়ো মেয়ের স্বপ্নে ছিল
একটা ছোট বাসা আর ভালবাসা
অনেক বসন্তের শেষে হারিয়ে ফেলেছে সব
আজ শুধুই নষ্ট একটা মেয়ে
দুচোখ ভরা দিনবদলের স্বপ্ন হারিয়ে
হলুদ খামের মতো জীবন ঘিরে
বেঁচে থাকে শুধু নিত্যদিনের
বছরে বারোটা সিলিন্ডার
কাল রাতে ঝরে গেছে পূর্নিমার চাঁদ
ছেলেটি নিষেধ মানেনি
স্বপ্ন দেখেছিল ভালবাসার
হাত বাড়িয়ে ছুঁতে চেয়েছিল আকাশনীল
সকাল হতেই পুকুরপাড়ে তার লাশ
বোঝেনি ভালবাসা শুধু হৃদয়ের মিল নয়
আরও অনেককিছু
...
লাইনের ধারে বস্তির চোখেও স্বপ্ন
সহজপাঠের সাথে মিড ডে মিলের ভাত
বড় হয়ে ওঠার তীব্র আকুলতা,
সাইকেল গ্যারেজে স্বপ্ন চুরি গেছে তার
পাড়ার গলির আইবুড়ো মেয়ের স্বপ্নে ছিল
একটা ছোট বাসা আর ভালবাসা
অনেক বসন্তের শেষে হারিয়ে ফেলেছে সব
আজ শুধুই নষ্ট একটা মেয়ে
দুচোখ ভরা দিনবদলের স্বপ্ন হারিয়ে
হলুদ খামের মতো জীবন ঘিরে
বেঁচে থাকে শুধু নিত্যদিনের
বছরে বারোটা সিলিন্ডার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন