কেমন হত বল
কেমন হত বল,
ভাববে যখন আমায় তুমি একলা ঘরে বসে
বাতাস হয়ে থাকব আমি তোমার চারিপাশে,
একা তুমি দাড়িয়ে যখন থাকবে নদীর ধারে
দেখবে আমি ঢেউ হয়ে যাচ্ছি দুরে সড়ে।
কেমন হত বল,
গভীর ঘুমে যখন তুমি থাকো অচেতন
স্বপ্ন হয়ে এসে আমি ভরিয়ে দিলে মন,
জেগে উঠে আমাই তুমি খুজবে চারিপাশে
তখন আমি রবি হয়ে হাসবো আকাশে ।
কেমন হত বল,
যখন মনের মাঝে কষ্ট নিয়ে সবার সাথে হাস
জোতস্না-আলোয় এসে বলি, আমায় ভালোবাসো ,
সবার মাঝে সরব থেকেও যখন তুমি একা
চোখ বুজলেই আমার সাথে করতে পার দেখা।
কেমন হত বল,
ভাববে যখন আমায় তুমি একলা ঘরে বসে
বাতাস হয়ে থাকব আমি তোমার চারিপাশে,
একা তুমি দাড়িয়ে যখন থাকবে নদীর ধারে
দেখবে আমি ঢেউ হয়ে যাচ্ছি দুরে সড়ে।
কেমন হত বল,
গভীর ঘুমে যখন তুমি থাকো অচেতন
স্বপ্ন হয়ে এসে আমি ভরিয়ে দিলে মন,
জেগে উঠে আমাই তুমি খুজবে চারিপাশে
তখন আমি রবি হয়ে হাসবো আকাশে ।
কেমন হত বল,
যখন মনের মাঝে কষ্ট নিয়ে সবার সাথে হাস
জোতস্না-আলোয় এসে বলি, আমায় ভালোবাসো ,
সবার মাঝে সরব থেকেও যখন তুমি একা
চোখ বুজলেই আমার সাথে করতে পার দেখা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন