কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

আহম্মেদ রফিক

কেউ যদি


কেউ যদি তোমাকে স্পর্শ করে-

হোক তা দৃষ্টি দিয়ে অথবা বাক্যের বিনিময়ে,
যদি স্পর্শ করেই থাকে তোমার ভাবনাতে,
অথবা কেউ যদি তোমাকে স্পর্শ করতে না পারে
শত চেষ্টা করেও বিফল
ছেদ পড়েনা কোন তোমার গতিতে !

কেউ যদি কেনাবেচা নিয়ে মত্ত হয়ে উঠে;

লেনদেন কেবল জোনাকির আলোর মত,
অস্পষ্ট জীবনের বাকি পথ আঁধার
অথবা দিনের আলোতেও আলেয়া হয়ে যায় !
চোখে যা দেখে থাকো ভুল,
গহীনে জমানো না দেখা পেয়ালা বিষের !

কেউ যদি নিত্য ঘুরে ফিরে সুসময়ে-

আলোর মশাল নিয়ে পাশে পাশে,
ফুরিয়ে ফেলে যৎসামান্য আলোর বিন্যাস!
অপরূপ সেজে তাকে নিঃস্ব করেই
ক্ষান্ত হয় তোমার অচেনা রূপ,
আর সেও ক্রোধে উন্মত্ত পশু !

কেন এতো হিসাব নিয়ে লুকোচুরি ?

পেরিয়ে যাও সুযোগ পেলেই;
রক্তে যে নেশা জেগে থাকে-
এতো কদর রূপের!
স্বপ্ন বিলাসে ঝলমল করে অর্থের ঝাড়বাতি,
কেমন করে স্পর্শ করো ?
মানুষ হয়ে করো এমন বেসাতি !


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন