কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

আলি রেজা

শিরোনামহীন


গোবধে মত্ত নগরী হঠাৎ নিস্তব্ধ

যেনো অকাল পতনে নির্বাক পুরুষ
ঢিল ছুঁড়ে দিলে পাপড়ি খুলে যায়
কুয়াসা ভাঙ্গা সূর্যের উতল উত্থানে;
রোদ চশমায় খেলা করে ছায়াবতী
পৃথুলা নিতম্বের তলে ফুলছাপা প্যান্টি
উদরের অভিলাষ খোঁজে প্রতিটি পদছাপে;
যখন কাঁচের গুড়োর বৃষ্টি নামে
আমিও পাতার নৌকা ভাসাই দীঘল দিঘিতে
হাওয়ার আলপনায় এলোমেলো খন্ডিত খোপা
ভেসে যাবে উড়ুক্কু চুল, কে বাঁধিবে তাহারে?
ব্রীড়া আনত খোপার ভারে স্রোতে ভাসে চিৎ সাঁতার
মাটির কাছে আসো কাজলনয়না কবিতার বর্ণমালা
আমার এখন শব্দের আকাল তোমারতো বর্ণের ছড়াছড়ি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন