কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

সুদীপ্ত কর

একটি কবিতা


অপেক্ষায় পড়ে থাকা
বাগানের একপাশে পড়ে
খড়ের কাঠামোর অবশেষ,
গত বছরে পূজিত
দেবীর আজ ভগ্ণবেশ ।
মৃন্ময়ীর রূদ্ররূপে মোহিত
হাত হয়েছিল জড়,
“তোমার আশীর্বাদে মাগো
হতে চাই বড় “ ।
কাঁসর-ঘণ্টা উপাচারে
ছিলনা কোন খাদ,
আজ তবে নিঃসঙ্গতা
কেন করে বিবাদ !
শুকণো পাতা, ধূলো কাদায়
প্রতিদিন পড়ে ঢাকা,
মাটিতে বিলীন হতে
অপেক্ষায় পড়ে থাকা ।
তাকায় না ফিরে কেউ
ফুরিয়েছে সব প্রয়োজন,
উৎসবের সঙ্গে মেতে
চলছে নতুনের আয়োজন ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন