একটি কবিতা
অপেক্ষায় পড়ে থাকা
বাগানের একপাশে পড়ে
খড়ের কাঠামোর অবশেষ,
গত বছরে পূজিত
দেবীর আজ ভগ্ণবেশ ।
মৃন্ময়ীর রূদ্ররূপে মোহিত
হাত হয়েছিল জড়,
“তোমার আশীর্বাদে মাগো
হতে চাই বড় “ ।
কাঁসর-ঘণ্টা উপাচারে
ছিলনা কোন খাদ,
আজ তবে নিঃসঙ্গতা
কেন করে বিবাদ !
শুকণো পাতা, ধূলো কাদায়
প্রতিদিন পড়ে ঢাকা,
মাটিতে বিলীন হতে
অপেক্ষায় পড়ে থাকা ।
তাকায় না ফিরে কেউ
ফুরিয়েছে সব প্রয়োজন,
উৎসবের সঙ্গে মেতে
চলছে নতুনের আয়োজন ।
অপেক্ষায় পড়ে থাকা
বাগানের একপাশে পড়ে
খড়ের কাঠামোর অবশেষ,
গত বছরে পূজিত
দেবীর আজ ভগ্ণবেশ ।
মৃন্ময়ীর রূদ্ররূপে মোহিত
হাত হয়েছিল জড়,
“তোমার আশীর্বাদে মাগো
হতে চাই বড় “ ।
কাঁসর-ঘণ্টা উপাচারে
ছিলনা কোন খাদ,
আজ তবে নিঃসঙ্গতা
কেন করে বিবাদ !
শুকণো পাতা, ধূলো কাদায়
প্রতিদিন পড়ে ঢাকা,
মাটিতে বিলীন হতে
অপেক্ষায় পড়ে থাকা ।
তাকায় না ফিরে কেউ
ফুরিয়েছে সব প্রয়োজন,
উৎসবের সঙ্গে মেতে
চলছে নতুনের আয়োজন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন