কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

সুমিত রঞ্জন দাস



জীবন


তোমার অস্তিত্ব নিয়ে একটা গল্প,
                   আজ কত যে প্রশ্নের জন্ম দেয় ....

গল্পটা উত্তরপর্বে এসে
                  হঠাৎ তোমার খোঁজ করে -
খোলা আকাশ আর সবুজ ধানখেতের মাঝে
ভোরের শিশির কিম্বা পরিযায়ি মেঘেদের খাঁজে,
বুকের মাঝে কোথাও যেন একটা বেহালা
                  করুন বিরহের রাগে বাজে;
পরিত্যক্ত হয়ে ছড়িয়ে থাকে স্মৃতি
                  ক্ষতচিহ্ন নিয়ে ঘুরে বেড়ায়।  

গল্পটার মাঝে মাঝে ভেসে বেড়ায়
                  অনেক প্রশ্ন - অনেক উত্তর
তোমার কাছে নতজানু হয়ে ক্ষমা চায়,
বিবেক তখনও চুপ করে থাকে, হাসে
চলতে চলতে পথটা সরু হয়ে যায়
                  দৃষ্টি আরও ঝাপসা হয়ে আসে;
এইসব দেখে গল্পটা আরও জটিল হয়
                  অস্তিত্বের প্রশ্নটা অজ্ঞাত রয়ে যায়।

খড়িমাটির মতো তোমার অস্তিত্ব
                  পরিত্যক্ত হয়ে যায় পূর্ণতার কাছে,
সংকোচের ঘুণ অস্তিত্বের অন্তঃপুরে কাটতে থাকে
অন্তঃসারশূন্য অবয়ব তখন খুঁজে নিতে হয়,
অনুভবের অতলে তলিয়ে যায় মধুরতা
                  না বিরহ - না মিলন;
এই অপূর্ণতার নামই কি জীবন ?
                  কে জানে, হবে হয়তো ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন