স্বপ্ন এবং তুমি
স্বপ্নগুলোকে কখনই আলিঙ্গন করা হয়না
বরাবরই আমরা পরস্পর বিচ্ছিন্ন
সম্পর্কটা আরশী নগরের সেই পড়শীর মতোই
স্পর্শটা অনুভব করি, অস্তিত্বে খুঁজে পাই না।
স্বপ্নগুলোর আরেক নাম তুমি
স্বপ্নগুলোর সমষ্টিরূপ তুমি
নাগালের মাঝে থেকেও তাই অস্বিত্বহীন তুমি
আত্মার মাঝে থেকেও তাই অন্যলোকে তুমি।
তবুও স্বপ্নের সৃষ্টি হয়
তবুও সেই স্বপ্নের মাঝে তোমার অস্তিত্ব খুঁজি
ইচ্ছা বা অনিচ্ছাতে
সময়ে বা অসময়ে
দৈন্যতায় অথবা সুখে।
অতঃপর, নিয়তির সার্বজনীন সূত্রানুযায়ী
স্বপ্নেরা হয় বিচ্ছিন্ন
তুমি হও বিচ্ছিন্ন
আর বরাবরের মতোই আমি একা, নিগৃহীত।
একবিংশ শতাব্দী
অভিমান আর অনুযোগগুলো আজ অর্থহীন
অর্থহীন এই বেদনার অশ্রু, সুখের কান্না, নাড়ির স্পন্দন।
অর্থহীন জন্মের আগমনী সংবাদ আর মৃত্যুর বিচ্ছেদ
সেই সাথে অর্থহীন জীবনের স্বাভাবিক ধারায় আর যা যা উৎপন্ন হয় তার সবই;
এসবের অপদার্থ উৎপাদকমন্ডলীও এ বিষয়ে সম্যক অবহিত।
জীবন আজ জোরপূর্বক প্রশস্তি, বাণিজ্যিক করর্মদন, উৎপাদিত হাসি,
পঞ্চবার্ষিকী পরিকল্পনা, উন্নয়ন কর্মসূচি, পরাশক্তির সন্তুষ্টি অর্জন আর
বিশ্বব্যাংকের পরিসংখ্যানের সু-শৃংখল উপাত্ত মাত্র।
অভিমান, অনুযোগ, আনন্দ-বেদনার অশ্রু, নাড়ির স্পন্দন,
জন্ম-মৃত্যুর সংবাদগুলো আজ নিগৃহীত বর্জ্যের ন্যায়;
রোজ সকালে মিউনিসিপ্যালটির পরিচ্ছন্ন কর্মীরা মুখে রুমাল বেধে
এদেরকে ফেলে দিয়ে আসেন দূরের ভাগাড়ে
আর সেই সাথে অস্ফুট স্বরে ভর্ৎসনা করেন এসবের অপদার্থ উৎপাদকমন্ডলীকে।
স্বপ্নগুলোকে কখনই আলিঙ্গন করা হয়না
বরাবরই আমরা পরস্পর বিচ্ছিন্ন
সম্পর্কটা আরশী নগরের সেই পড়শীর মতোই
স্পর্শটা অনুভব করি, অস্তিত্বে খুঁজে পাই না।
স্বপ্নগুলোর আরেক নাম তুমি
স্বপ্নগুলোর সমষ্টিরূপ তুমি
নাগালের মাঝে থেকেও তাই অস্বিত্বহীন তুমি
আত্মার মাঝে থেকেও তাই অন্যলোকে তুমি।
তবুও স্বপ্নের সৃষ্টি হয়
তবুও সেই স্বপ্নের মাঝে তোমার অস্তিত্ব খুঁজি
ইচ্ছা বা অনিচ্ছাতে
সময়ে বা অসময়ে
দৈন্যতায় অথবা সুখে।
অতঃপর, নিয়তির সার্বজনীন সূত্রানুযায়ী
স্বপ্নেরা হয় বিচ্ছিন্ন
তুমি হও বিচ্ছিন্ন
আর বরাবরের মতোই আমি একা, নিগৃহীত।
একবিংশ শতাব্দী
অভিমান আর অনুযোগগুলো আজ অর্থহীন
অর্থহীন এই বেদনার অশ্রু, সুখের কান্না, নাড়ির স্পন্দন।
অর্থহীন জন্মের আগমনী সংবাদ আর মৃত্যুর বিচ্ছেদ
সেই সাথে অর্থহীন জীবনের স্বাভাবিক ধারায় আর যা যা উৎপন্ন হয় তার সবই;
এসবের অপদার্থ উৎপাদকমন্ডলীও এ বিষয়ে সম্যক অবহিত।
জীবন আজ জোরপূর্বক প্রশস্তি, বাণিজ্যিক করর্মদন, উৎপাদিত হাসি,
পঞ্চবার্ষিকী পরিকল্পনা, উন্নয়ন কর্মসূচি, পরাশক্তির সন্তুষ্টি অর্জন আর
বিশ্বব্যাংকের পরিসংখ্যানের সু-শৃংখল উপাত্ত মাত্র।
অভিমান, অনুযোগ, আনন্দ-বেদনার অশ্রু, নাড়ির স্পন্দন,
জন্ম-মৃত্যুর সংবাদগুলো আজ নিগৃহীত বর্জ্যের ন্যায়;
রোজ সকালে মিউনিসিপ্যালটির পরিচ্ছন্ন কর্মীরা মুখে রুমাল বেধে
এদেরকে ফেলে দিয়ে আসেন দূরের ভাগাড়ে
আর সেই সাথে অস্ফুট স্বরে ভর্ৎসনা করেন এসবের অপদার্থ উৎপাদকমন্ডলীকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন