কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

সৌমিত্র চ্যাটার্জী



ঘুম আয়


আঁকা বাঁকা পথ
শাল কি শিমুল নদী নিঃঝুম শান্তির ঘুম
                                      ভেসে যায়
কিছু কথা থাকে কথার আড়ালে
বৃষ্টির ছাঁট জানলায়
মন খারাপের পালা শেষ হলে
তবু কিছু কথা থেকে যায়
                                      ডেকে যায়
আবছায়া ঘর কাঁপা মোমবাতি
আঙ্গুলের ফাঁকে উত্তাপ
কাঁদছে দুটো দুটো মানুষের মন
চেনা রিংটোনে শীততাপ
                                      কেঁদে যায়
কাঁদছে এখন মানুষের মন
কাঁদছে আমার মাটি
টানছে আমায় বিবেকের সুতো
চল মানুষের মাঝে হাঁটি
                                      হেঁটে যাই
হাঁটতে হাঁটতে সীমানা পেরোব
বুকে গেঁথে নেব বিশ্বাস
গাঢ় হবে আরো মানুষের রঙ
আয় ঘুম গাঢ় নিশ্বাস
                                      ঘুম আয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন