প্রেম
আপন পুরুষটি যখন তার চাহিদায়,পৌরুষে
ঝলসে দেয় তার কাঙ্খিত নারীটির প্রাকপুরাণিক মন,
তখন জল স্থলের পৃথিবীটাকে বৈচিত্র্যময় মনে হয় ।
নিস্তেজ রোদ্দুরের মতো ম্রিয়মান প্রাণেও
গোপনে দোলা দেয় অকাল বসন্ত।
জলের বিন্দু ঝরানো ম্লান চোখে ঝলসে ওঠে
আনন্দের বে-নি-আ-স-হ-ক-লা ।
আর সব অনৈচ্ছিক পাপ, সব প্রতিকূলতা জয় করে
আশীষ হয়ে জড়িয়ে ধরে এক পৃথিবী সুখ।
আবার সেই পুরুষের মন জয়ের ব্যর্থতায়
আঁচল ভরা গন্ধরাজের মৌ-মৌ করা সুগন্ধও যায় উবে।
তীব্র মহুয়ার নেশাও ম্লান হয় এক নিমিষেই,
মেঘে ঢাকা বিকালের মতোই,
জীবনের রোদ চকচকে মূহূর্তগুলো
একটু একটু করে মিলিয়ে যায় দিনান্তের অন্ধকারে।
বলোতো পুরুষ,তোমাতে এমন কি শক্তি আছে
যা তোমার ভালোবাসায় আছে, আছে তোমার ঘৃনার সাথেও!
জানি, কি বলবে তুমি, তুমি বলবে “প্রেম” ।
আপন পুরুষটি যখন তার চাহিদায়,পৌরুষে
ঝলসে দেয় তার কাঙ্খিত নারীটির প্রাকপুরাণিক মন,
তখন জল স্থলের পৃথিবীটাকে বৈচিত্র্যময় মনে হয় ।
নিস্তেজ রোদ্দুরের মতো ম্রিয়মান প্রাণেও
গোপনে দোলা দেয় অকাল বসন্ত।
জলের বিন্দু ঝরানো ম্লান চোখে ঝলসে ওঠে
আনন্দের বে-নি-আ-স-হ-ক-লা ।
আর সব অনৈচ্ছিক পাপ, সব প্রতিকূলতা জয় করে
আশীষ হয়ে জড়িয়ে ধরে এক পৃথিবী সুখ।
আবার সেই পুরুষের মন জয়ের ব্যর্থতায়
আঁচল ভরা গন্ধরাজের মৌ-মৌ করা সুগন্ধও যায় উবে।
তীব্র মহুয়ার নেশাও ম্লান হয় এক নিমিষেই,
মেঘে ঢাকা বিকালের মতোই,
জীবনের রোদ চকচকে মূহূর্তগুলো
একটু একটু করে মিলিয়ে যায় দিনান্তের অন্ধকারে।
বলোতো পুরুষ,তোমাতে এমন কি শক্তি আছে
যা তোমার ভালোবাসায় আছে, আছে তোমার ঘৃনার সাথেও!
জানি, কি বলবে তুমি, তুমি বলবে “প্রেম” ।
অসম্ভব ভালো লাগলো
উত্তরমুছুন