কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

অলক বিশ্বাস

মানিক

আকাশে যেটুকু আলো

আঁধার মানিক আমার
দিলাম তোমায় নদী
থেকো শুধু ভালো ।


ঘর


সংসার স্তুপে যে বাঁশি হারিয়ে সুর

পুড়ে পুড়ে অন্ধত্বে গড়ায়,
বাসন-কোসন ভরা যত ঘরবাড়ি
ছন্দহীন, হৃদয় সরেছে বহুদূর




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন