কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

বৈজয়ন্ত রাহা






তোমরা সকলেই



তোমরা সকলেই
বাকরুদ্ধ সৈনিকের মতো
আনন্দিত
হেঁটে যাও অগণিত মিথ্যার মিছিলে—
দুই পাশে পড়ে থাকে প্রকৃত শিবির।
তোমরা সকলেই
অন্তরালে প্রশংসায় ডুবে থাকো মৌন-বধির
পেতে পারো সরণী-আলোক এই ভেবে,
তোমরা সকলেই
একে ওকে তাকে হাতে রাখো
স্বাভিমানে জল হয়ে মিশে যাও ক্ষনিক-স্পর্ধায়,
সকলেই
হাততালি দাও, দিতে হয় বলে
পিঠে পিঠ ঘসো,
মসৃণ চামড়া আরও ফেননিভ হবে, মাখনের মতো,
হাততালি ফিরে পাবে, আদুরে বিকেলে,
তোমরা সকলেই
হাসিতেই হাসো, সহজ আলোকদানি
পীতাভ সন্ধ্যার আগুনে সুর্য ঝাপটায় পাখা,
আমার হাতের মধ্যে খেলা করে চৌরাস্তার দু-ফোঁটা রোদ্দুর,
যেনো লাট্টু, যেনো দুই পাক মেরে লেত্তিটা টানবো এস্ প্ল্যানেডের মোড়ে,
যেনো তোমার চুলের পাশে আচমকা নিঃশ্বাস—
আমার হাততালি দিতে ইচ্ছে করে না—
আমার কুচকাওয়াজ করতে ইচ্ছে করে না—
আমি ভেংচি কাটি , বক দেখাই—
তারপর ইচ্ছেমতো হেঁটে যাই একেবারে উল্টোদিকে,
প্রতীক্ষার আঁধারে,
যেখানে লুকিয়ে থাকে তোমাদের নগ্ন হনন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন