কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

আহমেদ মুনীর

প্রতীক্ষা



সেই তোমার জন্যই সারাক্ষণ বসে থাকি
সেই প্রথম দিন থেকেই অপেক্ষার অস্থির প্রহর
তোমাকে বুঝবার আশায় অনন্ত ব্যাকুলতায়
সেই প্রথম দিন থেকেই তোমাকে খুঁজছি
ঈশ্বর কণার গলিত লাভায়
সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে ভোর অবধি
তোমার আশায়
তোমার ধ্যানে তোমার জ্ঞানে
রৌদের রঙ আর রাত্রির অন্ধকারে
দিবসের ক্লান্তি অস্থির আলোয়
বিশ্রামে ঘর্মাক্ত দেহে
দিগন্তের সীমানায় সুদূর আকাশে মহাকাশে
চলমান বদবুদ কালে মহাকালে
তোমার মেঘের চাদর সরিয়ে
আমি দেখতে চাই তোমার অবয়ব
তোমার জগত সাগর মহাসাগর
পাহাড় পর্বত সবুজ প্রান্তর মরুভূমি
তোমার শব্দ তোমার তাপ
উত্তাপ তোমার অদৃশ্য জল অদৃশ্য আকাশ
তোমার স্রোতধারায় আমি ছুটে চলি
তোমারই খুঁজে
তোমার পুষ্পিত করতল
নরম স্পর্শ ও ভালবাসার আশায়
তোমার জন্য আমার সূদীর্ঘ প্রতীক্ষা ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন