নীরা র নীড়ে র টানে
অন্তহীন সীমার মাঝে
দাঁড়িয়ে তুমি নীরা ,
যুগে যুগে বহমান......
হৃদয়ে কড়া নাড়া ,
কবির কল্পনা কিংবা
প্রেমিকের দৃষ্টি ,
কখনও বা ভালবাসা
কারো অনাসৃষ্টি......
বয়স বাড়ে নাকো
ঐ এলো চুল ......
হেনার গন্ধ
ভুল ...... সব ই ভুল ,
তোমায় নিয়ে স্বপ্ন রচি
ভোরের শিশিরে ...
চিলে কোঠার নিশ্বাসে তে
অলস দুপুরে ,
ধরা দিয়েও দাও না ধরা
মোচড় দেওয়া ব্যাথা ......
পক্ককেশে চিনচিনে ঐ
ধূসর মলিনতা ,
সুনীল সাগর......পাল তুলে দি
কোন অজানার পানে ,
আসব ফিরে বারে বারে
নীরা র নীড়ে র টানে
অন্তহীন সীমার মাঝে
দাঁড়িয়ে তুমি নীরা ,
যুগে যুগে বহমান......
হৃদয়ে কড়া নাড়া ,
কবির কল্পনা কিংবা
প্রেমিকের দৃষ্টি ,
কখনও বা ভালবাসা
কারো অনাসৃষ্টি......
বয়স বাড়ে নাকো
ঐ এলো চুল ......
হেনার গন্ধ
ভুল ...... সব ই ভুল ,
তোমায় নিয়ে স্বপ্ন রচি
ভোরের শিশিরে ...
চিলে কোঠার নিশ্বাসে তে
অলস দুপুরে ,
ধরা দিয়েও দাও না ধরা
মোচড় দেওয়া ব্যাথা ......
পক্ককেশে চিনচিনে ঐ
ধূসর মলিনতা ,
সুনীল সাগর......পাল তুলে দি
কোন অজানার পানে ,
আসব ফিরে বারে বারে
নীরা র নীড়ে র টানে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন