বৃদ্ধ বালক কবি
“কী যে শুরু করেছো বুড়ো বয়সে?
ছেলেমানুষের মতন এই কবিতা লেখালেখি?”
মাঝরাতে অগ্নিমূর্তি দেখি।
বালকতুল্য কবি তবুও শব্দ নিয়ে খেলা করে।
কোথায় গেলো সেই প্রেমময় সময়?
কোজাগরী জ্যোৎস্নায় টেনে নিতে ছাদে
আপ্লুত কন্ঠে গান শোনার আবেদন।
ওগুলো তোমার এখন ছেলেমানুষি মনে হয়।
এক কাব্যমেলা ঘুরে এসে বলেছিলে
“কী সব উদ্ভট লোকের সমাগম ওখানে!
তুমিও দিন দিন উদ্ভট হচ্ছো।”
কোনো কাজে ভুল হলে বলো, “কবিতা সিন্ড্রম”।
এতো কিছুর পরেও রাত জাগা চলে
এতো কিছুর পরেও শব্দের মিছিল
বৃদ্ধ বালক কবির তবুও চলে শব্দের খেলা।
“কী যে শুরু করেছো বুড়ো বয়সে?
ছেলেমানুষের মতন এই কবিতা লেখালেখি?”
মাঝরাতে অগ্নিমূর্তি দেখি।
বালকতুল্য কবি তবুও শব্দ নিয়ে খেলা করে।
কোথায় গেলো সেই প্রেমময় সময়?
কোজাগরী জ্যোৎস্নায় টেনে নিতে ছাদে
আপ্লুত কন্ঠে গান শোনার আবেদন।
ওগুলো তোমার এখন ছেলেমানুষি মনে হয়।
এক কাব্যমেলা ঘুরে এসে বলেছিলে
“কী সব উদ্ভট লোকের সমাগম ওখানে!
তুমিও দিন দিন উদ্ভট হচ্ছো।”
কোনো কাজে ভুল হলে বলো, “কবিতা সিন্ড্রম”।
এতো কিছুর পরেও রাত জাগা চলে
এতো কিছুর পরেও শব্দের মিছিল
বৃদ্ধ বালক কবির তবুও চলে শব্দের খেলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন