কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

অনুপম মন্ডল

জলভৈরবী


হননের প্রদাহে ফুটি।

কুসুম গরাদে। ক্রুশলবণ্য। গোপন ফাঁদ।
আর ক্ষয়ে যাওয়া
নাচের সুরভী শুষে উঠে গেছে
সুধাসোনালী। ক্ষত মুদ্রার নকশায়।
এত এত রাগরেশমি। প্রেতস্বর।
জল সবুজ...
তার রুপের অলিন্দ ফেটে উপচায়।
রেকাবি সুরেলা আখ্যান। চলন্ত শীতঘুম...
শেষতম লাশের বজরায়। রক্তরেণুর বিক্ষেপ।
পাপড়িতে গেঁথে এখন নৈস:ঙ্গ সুরের নোঙর...

রক্তসুরভী

হাড়বালার রক্তকলায় ভরা অই বিষের বাগিচা।

যখন পরীজনমের দিকে
নানা বরণ শকুনি চুলের ভার। লক্ষ লক্ষ ছায়াপাত।
স্তনটিলায় নিভে গেছে চাঁদ আর
ফাঁটা কুমকুমের মজ্ঞিল ছেড়ে
ঘনিয়ে আসে
মনসামালার লুপ্ত আভা।
মদনভষ্ঞের কূলে সোনালী
শ্যাওলার স্তুপ। মধুজঙ্ঘার যত আরোগ্য গান।
তাদের খোলা কামনাশকতায়
বেঁকেচুরে যায় যেন
তোমার সবুজ রুপের গান্ডিব। ছড়ানো ছিটানো
নাটমল্লার ঘুমন্ত চিতাপ্রহরায়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন