এসো ফিরে
চলো, এক মুঠো স্বভাব বিরুদ্ধ পৃথিবী ফিরিয়ে আনি
সমস্ত ঋন পরিশোধের পর!
হারান মাঝির ছেলে আর স্কুল কামাই করেনা,
রানু মাসির অনূঢ়া মেয়ে চৈত্রের দহন বেলায়
বর্ষা নামায় নিরন্তর ভালোলাগার আবেশে!
জীর্ণশীর্ণ চোখের তারায় ফুল কাটা নকশা
মহাকাশ থেকে নামিয়ে আনে নিঃসংগ কোন প্রাণ।
যেকোন ক্ষত তে আর কোন মাছিদের হাতযশ খেলা করবে না,
ধীরে ধীরে রঙ্গিন কোলাজে জ্যোতিষ্ক সাজিয়ে দেবে
ঈশ্বর কনা দের মহামিছিল!
তোমার আমার সামনেই, আমাদের স্বভূমি
জেগে উঠবে আলোকবর্ষ পাড়ি দিয়ে
আশ্চর্য এক সন্ধ্যায়, সংগীত মূর্ছনায়।।।
চলো, এক মুঠো স্বভাব বিরুদ্ধ পৃথিবী ফিরিয়ে আনি
সমস্ত ঋন পরিশোধের পর!
হারান মাঝির ছেলে আর স্কুল কামাই করেনা,
রানু মাসির অনূঢ়া মেয়ে চৈত্রের দহন বেলায়
বর্ষা নামায় নিরন্তর ভালোলাগার আবেশে!
জীর্ণশীর্ণ চোখের তারায় ফুল কাটা নকশা
মহাকাশ থেকে নামিয়ে আনে নিঃসংগ কোন প্রাণ।
যেকোন ক্ষত তে আর কোন মাছিদের হাতযশ খেলা করবে না,
ধীরে ধীরে রঙ্গিন কোলাজে জ্যোতিষ্ক সাজিয়ে দেবে
ঈশ্বর কনা দের মহামিছিল!
তোমার আমার সামনেই, আমাদের স্বভূমি
জেগে উঠবে আলোকবর্ষ পাড়ি দিয়ে
আশ্চর্য এক সন্ধ্যায়, সংগীত মূর্ছনায়।।।
অসম্ভব ভালো লাগলো
উত্তরমুছুন