কল্পচিত্র
অসুখ রঙ মেখে সাদা চাদর ...
অচেতনে, দু দণ্ড সুখী ঘুম
শ্বাসরোধকারী সাইডেক্স বাতাসে
বিমর্ষতায় বাঙময় চোখ মেলে পক্ষীশাবক
অনুচ্চারিত শব্দে...
#
চৌকো ফ্রেমে
দুলছে দুরন্ত মেয়েবেলা
ঘাসের বিছানায় পা ডুবিয়ে
গুচ্ছ কথা ঝুড়ি নামিয়ে বটগাছ...
#
নতজানু ভিক্ষুক সময়ের দ্বারে
মেঘের কান্নায় ভারী মাটির বুক
নিঃশ্বব্দে ভাঙছে পাড় ;
বিপদ সীমা পেরোচ্ছে বেনোজল
অপেক্ষা শুধু সেই ক্ষণের ...
বহু সংক্রমণের সংগ্রামে শেখা
আদিম কৌশলে
মুহূর্ত থেকে খুঁটে খাই তুলে আনা মুহূর্ত ।।
অসুখ রঙ মেখে সাদা চাদর ...
অচেতনে, দু দণ্ড সুখী ঘুম
শ্বাসরোধকারী সাইডেক্স বাতাসে
বিমর্ষতায় বাঙময় চোখ মেলে পক্ষীশাবক
অনুচ্চারিত শব্দে...
#
চৌকো ফ্রেমে
দুলছে দুরন্ত মেয়েবেলা
ঘাসের বিছানায় পা ডুবিয়ে
গুচ্ছ কথা ঝুড়ি নামিয়ে বটগাছ...
#
নতজানু ভিক্ষুক সময়ের দ্বারে
মেঘের কান্নায় ভারী মাটির বুক
নিঃশ্বব্দে ভাঙছে পাড় ;
বিপদ সীমা পেরোচ্ছে বেনোজল
অপেক্ষা শুধু সেই ক্ষণের ...
বহু সংক্রমণের সংগ্রামে শেখা
আদিম কৌশলে
মুহূর্ত থেকে খুঁটে খাই তুলে আনা মুহূর্ত ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন