শীত ও আমি
হেমন্তের শেষে পাতা ঝরছে।
বিকেল শেষের অল্প রৌদ্রেও ঐ দেখো
ঝাপসা হয়ে আসছে গাছের শেষ পাতাটির রঙ,
হাওয়ার আলতো ছোঁয়াতেই বৃন্তচূ্যত হয়ে ঝরে পড়ছে
একটা ... দুটো...তিনটে…।
বাদামী রঙ্গা ঝরে পড়া পাতায়-
শীতবুড়োর চিঠি স্পষ্ট দেখতে পাচ্ছি।
কমলালেবু রঙ্গা আলোর নীচে-
প্রতিদিনের চেনা গাছ.ঘাস-পাতা,
ঠান্ডা হাওয়ায় গুটিসুটি দিয়ে
ঘুমিয়ে পড়তে চাইছে।
এদিক ওদিক হাওয়ায় উড়ছে
মৌ মৌ সুগন্ধ প্রসারিত
নাম না জানা ফুলের সুবাস।
"মৌসুমী" বায়ুর-প্রশ্রয়ে বেড়ে উঠেছে
দুরন্ত দক্ষিণবায়ূ,
নতুন রূপ লাবণ্যে- ভরে উঠছে
সবুজ বাগান, আগোছালো ঝোপ,
কার হাতে আর সময় আছে দেখার মতো?
তাই আমি একাই দাঁড়িয়ে দেখি,
চুপিসাড়ে একাকী শীতের আসা।
আকাশধারা
স্মৃতির ভুবন নিরিবিলি,
বনপলাশীর পদাবলী,
আবেগ মাখা ভালোবাসায়,
ঘর ভুলেছি মোহন নেশায়।
অবোধ চাওয়ায় শ্রান্ত মন,
অপেক্ষাতে আর কতখন?
দিনে রাতে,রৌদ্রে ছায়ায়,
মন দুলছে প্রেমের মায়ায়।
নকশীকাঁথার রঙের মত,
রঙীন আমার স্বপ্ন যত।
হাসিকান্নায় সময় হারায়,
নদী ছোঁয়া আকাশধারায়।
হেমন্তের শেষে পাতা ঝরছে।
বিকেল শেষের অল্প রৌদ্রেও ঐ দেখো
ঝাপসা হয়ে আসছে গাছের শেষ পাতাটির রঙ,
হাওয়ার আলতো ছোঁয়াতেই বৃন্তচূ্যত হয়ে ঝরে পড়ছে
একটা ... দুটো...তিনটে…।
বাদামী রঙ্গা ঝরে পড়া পাতায়-
শীতবুড়োর চিঠি স্পষ্ট দেখতে পাচ্ছি।
কমলালেবু রঙ্গা আলোর নীচে-
প্রতিদিনের চেনা গাছ.ঘাস-পাতা,
ঠান্ডা হাওয়ায় গুটিসুটি দিয়ে
ঘুমিয়ে পড়তে চাইছে।
এদিক ওদিক হাওয়ায় উড়ছে
মৌ মৌ সুগন্ধ প্রসারিত
নাম না জানা ফুলের সুবাস।
"মৌসুমী" বায়ুর-প্রশ্রয়ে বেড়ে উঠেছে
দুরন্ত দক্ষিণবায়ূ,
নতুন রূপ লাবণ্যে- ভরে উঠছে
সবুজ বাগান, আগোছালো ঝোপ,
কার হাতে আর সময় আছে দেখার মতো?
তাই আমি একাই দাঁড়িয়ে দেখি,
চুপিসাড়ে একাকী শীতের আসা।
আকাশধারা
স্মৃতির ভুবন নিরিবিলি,
বনপলাশীর পদাবলী,
আবেগ মাখা ভালোবাসায়,
ঘর ভুলেছি মোহন নেশায়।
অবোধ চাওয়ায় শ্রান্ত মন,
অপেক্ষাতে আর কতখন?
দিনে রাতে,রৌদ্রে ছায়ায়,
মন দুলছে প্রেমের মায়ায়।
নকশীকাঁথার রঙের মত,
রঙীন আমার স্বপ্ন যত।
হাসিকান্নায় সময় হারায়,
নদী ছোঁয়া আকাশধারায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন