কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

অমৃতা মুখার্জী

মেয়েবেলা


ভোরের আলোর শৈশব

দুপুর যৌবনে পা রাখতেই
হারিয়ে যায় চিলেকোঠার লুকোচুরি,
ছেড়ে যায় মায়ের আঁচল
ঘোড়ায় চড়া রাজপুত্তুর
ছোঁ মেরে নিয়ে যায়
হৃদয় কাঁপে চোখের জলে
যেতে হয় তবু সবাইকে ছেড়ে

হয়ত যে স্বপ্ন দেখেছিলাম

রাতের প্রথম প্রহরে
ছিন্ন হয়ে যায় দ্বিতীয় প্রহরে
তৃষ্ণা কাতর মন
মনের মানুষ খোঁজে
কত স্বপ্ন বৃথা যায়
কত স্বপ্ন পায় সফলতা
হিসেব থাকেনা কিছু

ভোরের শৈশব হারিয়ে যায়

দুপুর যৌবন এসে দাঁড়ায়
দুটি মন মিলে যায়
শুধুই দেহ কখনও বা
তারপর আসে বিকেল বার্দ্ধক্য
মৃত্যুর হাতছানির সাথে
মুক্তি ঘটে আত্মার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন