কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

সোমদত্তা

ফের যদি ফিরে আসো


ফের যদি ফিরে আসো

অন্ততঃ এক পলকের জন্যে যেন আমায় ভালোবাসো
ফের যদি ফিরে আসো
সঙ্গে এনোনা বেলা শেষের গান
একটু সময় নিয়ে এসো
মুখোমুখি থাকবো বসে সবুজ ঘেরা উদ্যান
ফের যদি ফিরে আসো
সঙ্গে এনো আবার সেই একটুকরো হাসি
যার দিকে তাকিয়ে আবার বোকার মত
বলতে পারি তোমায় ভালোবাসি
ফের যদি ফিরে আসো
আবার জড়িয়ো এমনি অলীক মায়ার টানে
আবার যেন নতুন করে কালবৈশাখী আমার হৃদয়ে ঝড় হানে
আবার যেন আমার মন তোমার জন্য কাঁদে
আবার যেন মন ডুবে যায় গভীর অবসাদে
ফের যদি ফিরে আসো
দোহাই তোমার আর আলাদা কোরো না শরীর এবং মন
সমাজের দিকে পিঠ ফিরিয়ে
এঁকে দিও প্রেমের মুখে একটি সাহসী চুম্বন
কিন্তু বাস্তব হলো তুমি আর ফিরবে না
তাই তো স্বপ্নের মুখে লাথি মেরে
বিবেকের সাথে ঘর বেঁধেছি
আর বিরহের তারে যন্ত্রনার সুর সেধেছি
বিশ্বাস করো এই কথাগুলো নিজের কানেই শুনতে লাগে প্রলাপ
তাই পাঠালাম একটি সুদৃশ্য কাপে একটি রক্তার্ত গোলাপ



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন