চুপচাপ জেগে থাকা ভালো!
চুপচাপ জেগে থাকা ভালো!
কি হবে কূটতর্ক করে?
কি হবে মুখোশে টান মেরে?
শিউরে ওঠা ছাড়া?
মঞ্জরিত ভালোবাসার সুধা
অমৃত নয়, গরল হয়ে গেলে
কি হবে অযথা বিলাপ করে
যুক্তি তক্কে পরবর্তী মেলে?
গূঢ়তর সৌন্দর্য্যের মানে
চোখে নেশার কাব্য পড়তে পারে!
তবু চোখকে বলে রাখা যাক;
ভালো বলে তারিফ কোরো!
নেশায় পড়ো না যেন!
জানতে চেও না
কারণ কিংবা কেন!
বিসর্জনের লাইনে দাঁড়িয়ে
যথারীতি কাণ্ডজ্ঞানে যতি
পড়তে পারে! তবুও যাবার
আগে সেদিন, চিতার উষ্ণতা
আর কবরের গভীরতা মেপে
যাওয়া ভালো! ওপারে গিয়ে
ধান ভানতে হতে পারে!
সংসারী মানুষ বলে চারিত্রিক দোষ নেই ভাবলে
দায় কে নেবে?
প্রতিধ্বনি আদর না দিলেও
রোজকার চুম্বন যথাস্থানে
ছুঁয়ে রাখতে হবে!
চুপচাপ জেগে থাকা ভালো!
কি হবে কূটতর্ক করে?
কি হবে মুখোশে টান মেরে?
শিউরে ওঠা ছাড়া?
মঞ্জরিত ভালোবাসার সুধা
অমৃত নয়, গরল হয়ে গেলে
কি হবে অযথা বিলাপ করে
যুক্তি তক্কে পরবর্তী মেলে?
গূঢ়তর সৌন্দর্য্যের মানে
চোখে নেশার কাব্য পড়তে পারে!
তবু চোখকে বলে রাখা যাক;
ভালো বলে তারিফ কোরো!
নেশায় পড়ো না যেন!
জানতে চেও না
কারণ কিংবা কেন!
বিসর্জনের লাইনে দাঁড়িয়ে
যথারীতি কাণ্ডজ্ঞানে যতি
পড়তে পারে! তবুও যাবার
আগে সেদিন, চিতার উষ্ণতা
আর কবরের গভীরতা মেপে
যাওয়া ভালো! ওপারে গিয়ে
ধান ভানতে হতে পারে!
সংসারী মানুষ বলে চারিত্রিক দোষ নেই ভাবলে
দায় কে নেবে?
প্রতিধ্বনি আদর না দিলেও
রোজকার চুম্বন যথাস্থানে
ছুঁয়ে রাখতে হবে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন