ব্যাঙের স্বাদ
আমরা দুটি
ভাই
ঢোল বাজাতে চাই
ঢোল পিটিয়ে যদিন চলে
চিন্তা কিছুনাই।
মা বলে তোরা ব্যাঙের ছানা
ডাকিস ঘ্যাঙ্র ঘ্যাঙ্
ঢোল পিটিয়ে গান করলে
লোকে ভাঙ্গবে তোদের ঠ্যাং।
আমরা বলি
গান লিখবো
গান গাইবো
ঠাঁটে
এমন করেই
দিন কাটাবো
দুএক টাকা
তো জুটে।
মা বলে অবুঝ ছেলে
করিসনা কিছু
তোদের গান
শুনলে মানুষ
ছুটাবে পিছু
পিছু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন