কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

কাজী এনামুল হক

স্বপ্নের ওড়াউড়ি



স্বপ্নলতা, তোমার লিপিষ্টিকমাখা লাল কমলাকোয়া ঠোঁট দু’টি
লতার ডগায় ঠিক কচি পাতার মত ভোরের কুসুম রোদে যখন
চিকমিক করে ওঠে, আমি মনের জানালায় উঁকি দিয়ে দেখি
রোদের বুকে মাথা রাখো তুমি, বাতাস বিলি কাটে এলোচুলে।

আমি ঢক ঢক করে সে রূপের শরাব পান করি রুদ্ধশ্বাসে,
তুমি বুঝতে পারো কিনা জানিনা, ডালিমরস স্বচ্ছপদ্মদিঘী
দু’টি চোখ মায়ার আবেশে আমায় ভীষন অবশ করের দেয়,
স্বপ্নের ভেলায় ভেসে আঙ্গুলে ছুঁয়ে যাই রেশমী কুন্তলরাশি।

দুপুরের খা খা রোদে জিড়িয়ে নেই আচলঘেরা সবুজ উপতক্যায়
বৃক্ষ হয়ে বাতাস করো তৃষ্ণায় দাও বুকের পেয়ালা উপুড় করে
সিক্তহৃদে সাঁতার কাটি। ঢেউ তুলে কুল ভাঙ্গি। বার বার শিহরিত
করি তোমাকে। পরমানন্দে তুমি খিল খিল করে হাসো অনাবিল।

দুই চোখের মায়ায় ক্রমশঃ ডুবে যেতে যেতে স্বপ্নলতায় জড়িয়ে পড়ি
আর নিরন্তর দৃষ্টির দক্ষতায় দেখি হৃদয় ঘিরে স্বর্ণজরি স্বপ্নের ওড়াউড়ি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন