কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

সেলিম উদ্দিন মণ্ডল

নারীর আকাশ


স্বপ্ন দেখি আজও আমি আলোকবাতিক জ্বলার
ঘোচাবে কেউ আমার এই গহন আঁধার,
শিকল বাঁধা জীবনে মোর মুক্তির নেই শ্বাস
মাতৃগর্ভে ছিলতো নিরালায় বন্দিহীণ অন্তর্বাস।
ভুলটি মোর জন্মে বোঝেনা অবুঝমনে
এটাই হয়তো কপাল,
সান্ত্বনা খুঁজি আপণে ক্ষণে ক্ষণে।
নারীর আকাশ মেঘলা কত
শুধু ঝড়-বৃষ্টির পূর্বাভাস,
আমার একলা আকাশ প্রশ্ন করে
উত্তরে নির্জীবতার পরিহাস।
মায়ের আঁচল এই যে তলে ,
খোকনসোনা সদা দোলে।
তবুও লাঞ্ছনা বন্দি সমাজের ঘেরাটোপে
কারন আমি নারী।
বিকৃত মণের অবাধ পতন
রক্ত-মাংসের মানবে ।
জন্মের লিঙ্গ ছিদ্রসন্ধানের ভীড়
গোষ্ঠীবদ্ধ পিপীলিকার সারিতে ।
মৃতের কঙ্কালের কান্না আনাচে-কানাচে
জীবাশ্মের হাততালি বাজে সজোরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন