তুমি
তুমিতো আছো আজো কল্পনায়
মনের খিদের তাড়নায়, একটা
একটা করে স্মৃতি শুধু গিলে খাই
অভিযাত্রী রুপে সিঁধ কেটেছিলে
যেদিন আমার মনের ঘরে,
ধরেছিলে জেদ শোননি বারন
রক্তে মিশেছিল ভালোবাসার সংবাদ
আমার হাজারদুয়ারী মন
আজো বসে তোমার প্রতীক্ষায়
আবেশের বশে বেহিসাবী মন
আজো ছুঁতে চায় তোমার মনন
ভালোবাসার পাত্র আজ দেব ভরে
তোমায় পাওয়ার কল্পনার সুরে।
তুমিতো আছো আজো কল্পনায়
মনের খিদের তাড়নায়, একটা
একটা করে স্মৃতি শুধু গিলে খাই
অভিযাত্রী রুপে সিঁধ কেটেছিলে
যেদিন আমার মনের ঘরে,
ধরেছিলে জেদ শোননি বারন
রক্তে মিশেছিল ভালোবাসার সংবাদ
আমার হাজারদুয়ারী মন
আজো বসে তোমার প্রতীক্ষায়
আবেশের বশে বেহিসাবী মন
আজো ছুঁতে চায় তোমার মনন
ভালোবাসার পাত্র আজ দেব ভরে
তোমায় পাওয়ার কল্পনার সুরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন