দীপাবলী
চারিদিকে আঁধার এতো গহন কালো
চারিদিকে আঁধার এতো মোহন কালো
খুঁজবো তোমায় ?
এই আঁধারে ?
নিজেকেই পাইনা খুঁজে,
আমার এই বিপদ বুঝে
আলোর পথে টেনে তোল
টেনে তোল মহাকালী
তোমার হাতেই দীপাবলী।
চারিদিকে আঁধার এতো গহন কালো
চারিদিকে আঁধার এতো মোহন কালো
খুঁজবো তোমায় ?
এই আঁধারে ?
নিজেকেই পাইনা খুঁজে,
আমার এই বিপদ বুঝে
আলোর পথে টেনে তোল
টেনে তোল মহাকালী
তোমার হাতেই দীপাবলী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন