কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৩১ আগস্ট, ২০১৩

কবিতা - প্রন্দীপন মন্ডল

স্বাধীনতার হযবরল
প্রন্দীপন মন্ডল


স্বাধীনতা? সেটা কি জিনিস?
প্রশ্ন সুধায় অষ্টাদশ আর অষ্টাদশী
তাদের জীবনের বাক্সে শুধু
সানগ্লাস আর পারফিউমের আবৃতি।
স্বাধীন হলে কি পারফিউমে আরও মদিরতা আসে?

স্বাধীনতা? চেনা চেনা লাগে
কতই বা হল, এইতো সবে একুশ পার
ঘরের বাইরে পা রাখতে গেলে
এখনও ভেতরের বাধা দুর্বার
স্বাধীন হলে সবকিছু থেকে কি মুক্তি মেলে?

স্বাধীনতা? চিনিতো তাকে
ওইতো সে পাড়ার ওই ফুটফুটে মেয়ে
পোষাকে আধুনিকতার কাটাকুটি
ফোনে সর্বদা করত আঁকিবুঁকি
জান্তব উল্লাসে সেদিন স্বাধীনতার পোশাক হল ছিন্নভিন্ন।

তাও নয়? তাহলে স্বাধীনতা কি?
কবে কোনখানে হয়েছিল পতাকা উত্তোলন
তার জন্য আজ পিঠ সোজা করে
করব সমবেত গান?
NONSENSE!! Get a life, man!!

আজও যন্ত্রণা প্রকাশে লাগে ভয়
স্বামীর ভয়ে, পরিবারের ভয়ে, নিজের ভয়ে
নিষেধের বজ্রমুষ্টি বা তাচ্ছিল্য ভরা দৃষ্টি
আমরা আসলে বেঁচে আছি পরাধীনতার ভয়ে
স্বাধীনতা নামক স্বর্গের দূত কি পারবে সেই ভয় কাটাতে?

প্রেমের নাগপাশে মন পরাধীন
স্বাধীনতা!! সেকি সোনার পাথরবাটি, কল্প রঙিন?

1 টি মন্তব্য: