অন্ধ পেঁচা
রবিউল মানিক
গৃহত্যাগী জ্যোৎস্নার পথের মাঝখানে দাঁড়িয়ে ছিলাম
কবিতার ভাষা আর ছন্দ,বিভাজিত ছন্দের ভেতর
বিন্যাসিত অতীত;যখন
পাখির ডানায় ভর দিয়ে উঠে দাঁড়াতাম এবং
স্পর্শ পেতাম ফুলের
সকালের শিশিরকণা এখনো কুলকুল শব্দে ভেঙে ফেলে
দ্বন্দ্ব,অসাধারণ উপমা
যেখানে ঘুমন্ত মানুষের স্বপ্ন স্বচ্ছতায় পরিপূর্ণ
সমূহ সাফল্যহীনতার মধ্যে অবশেষে
মহাকালিক আকাশে জমে থাকা অনন্ত জ্যোৎস্নারাশির মধ্য
থেকে বের হয়ে আসে অন্ধ পেঁচা
রবিউল মানিক
গৃহত্যাগী জ্যোৎস্নার পথের মাঝখানে দাঁড়িয়ে ছিলাম
কবিতার ভাষা আর ছন্দ,বিভাজিত ছন্দের ভেতর
বিন্যাসিত অতীত;যখন
পাখির ডানায় ভর দিয়ে উঠে দাঁড়াতাম এবং
স্পর্শ পেতাম ফুলের
সকালের শিশিরকণা এখনো কুলকুল শব্দে ভেঙে ফেলে
দ্বন্দ্ব,অসাধারণ উপমা
যেখানে ঘুমন্ত মানুষের স্বপ্ন স্বচ্ছতায় পরিপূর্ণ
সমূহ সাফল্যহীনতার মধ্যে অবশেষে
মহাকালিক আকাশে জমে থাকা অনন্ত জ্যোৎস্নারাশির মধ্য
থেকে বের হয়ে আসে অন্ধ পেঁচা
শুভেচ্ছা সতত স্বাতী বসু।
উত্তরমুছুন