কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৩১ আগস্ট, ২০১৩

কবিতা - আহমেদ মুনীর

জীবন ক্যাম্বিস আহমেদ মুনীর
কী সুতীব্র ঘূর্ণন আর দহন
আবছা আলোয় প্রজ্বলিত
অক্ষরেখায় জীবাশ্ম ভস্ম
পরমাণু আগ্নেয় গোলায় জীবন কুন্ডলী
মিশে যায় মিশে থাকে আঁধারী জীমৃতনাদ
স্বপ্নভাঙ্গা ঝিরিলোকে সুগভীর পাহাড়ী তরঙ্গ
জলাধারে জলাবন বুকফাঁটা দীর্ঘশ্বাস
নীল সবুজ অতলে দোদু্ল্যমান স্ফটিক
উষ্ঞ স্রোতো স্রোতোবহা অন্তরীক্ষ
ক্ষীয়মাণ সাদা কালো সবুজ ধূসর জলধর
অঙ্গারে বিচিত্র অঙ্গ অনুষঙ্গে বোধ
বিপ্রতীপ রোধ
অবিনশ্বর অচেনা অজানা রমণ
কক্ষপথ আঁকড়ে ক্ষয়িষ্ঞু ভরবেগ
ক্ষুদ্রাতিক্ষুদ্র বিন্দু বিসর্গে অনন্ত আকাঙ্খা শোঁক
অস্থির বিষবাষ্পে উগরে ওঠে
অম্লরস জৈবিক অসাধ্য স্খলণ পরিপাতন
ভয়ে নির্ভয়ে এগিয়ে চলে নির্বাক পথিক
অনাবশ্যক আবশ্যক গন্তব্য দৃষ্টিরেখা
সমবিন্দুর সমিল অমিল মহামিলন ।।

স্রোতের উল্টোপথে বিহঙ্গ ছোটে
স্মৃতির সুতোয় বিস্মিত বিহান
আকণ্ঠ নীল গোলাপে
ফুলেল উৎসব
মূক বধির উল্লাস
বীভৎস উপচ্ছায়ায় জীবন ক্যাম্বিস ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন