কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৩১ আগস্ট, ২০১৩

কবিতা - নিবেদিতা ব্যানার্জি

আবার একদিন
নিবেদিতা ব্যানার্জি


আজ শেষ আবার একটা দিন ,
অনন্ত তো ছিল না, ফুরোতেই হত ,
তাই ফুরিয়ে গেল !!
আর দশ টা দিনের মতই শুরু হয়েছিল ,
কিন্তু বিশেষত্ব হীন থাকলো কি ?
নাহ ! বোধ হয় নয় ....
একটা মেয়ের খবর পেলাম ,
ওই মেয়ে টা ...আজ হারিয়েছে
নিজের অস্তিত্ব ....সমালোচনার মাঝে ছড়িয়েছে !!
একটা ছেলে ....খুব ই পথক্লান্ত ,
ওই মেয়েটার হাত ধরে জীবনের পথ ধরেছে ....
মেয়ে টা রোজ ভাবে ...ওর জন্যই কি?.....
ছেলেটি ভুলেছে ওর জীবন সঙ্গীত ???
ও হয় ক্লান্ত ..শীর্ণ ??...পা গুলো ভারী হয় ,
চলা কঠিন হয়ে ওঠে ???
মেয়েটা ভাবে হাত ছাড়িয়ে ছুটে পালায় ,
পারেনা !! দুটো হাতের আঙ্গুল যে ফাঁকে ফাঁকে গোঁজা!!
শিথিলতা পায়ে আসে ...হাতে আসে না তো ???
ওরা আবার হাঁটে!! হাঁটতেই থাকে ....
শ্রান্ত !! ক্লান্ত পায়ে ...গভীর ভাবে ধরা হাতে ,
সুধু উস্নতার আদান প্রদান ....
জীবনের উঁচু নিচু পথ পেরিয়ে ...
অভিমান অভিযোগ নিয়েও অনন্ত ওদের যাত্রা ....
হাত থেকে হাতে যায় একটাই স্নায়ু বার্তা ,
"পাশে আছি ".....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন