কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৩১ আগস্ট, ২০১৩

কবিতা - ঋত্বিক দাশ শর্মা

মৌনতা ছাড়া স্বাধীনতা নেই
ঋত্বিক দাশ শর্মা


বিচিত্র বাতি নিয়ে এলে সেই সন্ধিক্ষণে, ৬৭ বছরের স্বাধিনাতা ...
উদযাপনের বিদ্রুপ আমাকে বার বার পরিচয় করিয়ে দেয়
কিছু কান্নার সাথে, কিছু স্বপ্ন ভাঙ্গার কষ্টের সাথে ...
দেশমাতৃকার নগ্নরূপে মালা পরাবার যোগ্যতা হারায় ।

মায়াবী কোমল একান্ত আচলে মুখ ঢেকে আর স্তন পান করা যায় না
বিষ পানে বাধ্য হই কৄত্তিম পাওডার থেকে নিরগত তরল যা পুষ্টিকর
এখনো চাঁদ মামা টিপ দিয়ে যায় নি ঘুম আসবে বলে...
পথে ঘাটে ট্রেনে বাসে জন্মিবার স্বাধীনতা হারাইনি, হয়ছি নভশ্চর ।

বোঝাতে পারি না নিজেকে পাঠশালায় শোনা নীতিকথার ভাষা
শিক্ষার স্বাধীনতা আইন হয়েছে শুনেছি রাজনিতির স্বার্থে
মহাজ্ঞেনী মহাজন আর আসবে না পথ দেখাবে বলে
এই দ্বিচারিতা... স্বজনপোষণ... দুর্নীতি...এ কোন স্বাধীনতার অর্থে...???

দুমুঠো অন্ন আর এক টুকরো বস্ত্র, এইতো পরম চাওয়া ছিল তোমার কাছে
এগরোল বিরিয়ানি মল কালচার প্রসাধনে পাশ্চাত্যকে পিছনে ফেলেছি
স্বাধীনতা পেয়েছি মদিরায় ডুব দিয়ে অনৈতিক উপার্জনের
বাক স্বাধিনতার নামে সংবাদমাধ্যমে অসামাজিক কুরুচিকর স্বার্থান্যেসি হয়েছি ।

জীর্নতার ছায়া দেশের চারিপাশে সুরক্ষার বলয় ভাঙ্গছে নাড়ী সম্মান এর
লক্ষীবাঈ মাতঙ্গিনী নিবাদিতারা আজ আর জন্ম নেবে না বোধহয় ...
তাই ‘মা’ বলেও ছার দেবেনা ধর্ষণের স্বাধীনতা পাওয়া মহানাগরিক,
হে ভারতজননী, মৌনতা ছাড়া গোপন রাখা আর কিছু স্বাধীনতা নেই তোমার মনেহয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন