কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৩১ আগস্ট, ২০১৩

কবিতা - তাসমিনা জামান

নির্মম সমাপন
তাসমিনা জামান


সবুজ হয়ে ওঠা দগদগে ঘা'টা
মাঝে মাঝেই অগ্ন্যূৎপাত করে জ্বলে ওঠে
হিম করা কুৎসিত অট্টহাসি দিয়ে ,
পুরনো সেই জ্বলন দরজায় দাঁড়িয়ে
হাতছানি দেয়, শিউরে উঠি
সংকীর্ণ করে দেয় আমার ছোট্ট জগতকে ।

বিদ্রোহী হয় মন-
লীন হয়ে যাওয়া আমিকে জাগায়
জমে থাকা দৈনতায় থুবড়ে পরি
পথের মাঝে সময় ক্রমশঃ ফুরিয়ে আসে
হারিয়ে সব নিয়ন্ত্রণ বহুদুরের আধারেতে ঘটে
আপনার নির্মম সমাপন ।

ভেবেছিলাম ভুলে যাব সব
কতদিনই বা লাগে ভুলতে
এ যেন এক চক্র - ঘুরে ঘুরে আসে বার বার
আপাদমস্তক মগ্ন হই ভুলে যাওয়ার সাধনায় ।

সর্বগ্রাসী ঝড় যখন বুকে, উড়ে যাবার ভয় নাই
পুড়েছে তো সবই , এখন আগুনে কি এসে যায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন