কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৩১ আগস্ট, ২০১৩

কবিতা - দীপক মান্না

স্বাধীনতা দিবস
দীপক মান্না


তুমি এলে কোনো ফুল ফোটেনা আর
লজ্জাবতীর প্রতিটি পাতা, মাথা নুয়ে দাঁড়ায়,
পেখম মুড়ে বসে কাঁদে, অসহায় প্রজাপতি
আর, আকাশের মেঘ অঝোরে ঝরে সারাদিন।

যারা স্বাধীন হল, তারা অস্ত্র নিয়েছে হাতে,
রক্তের মেহেন্দি দিয়ে নকসা কাটে চেতনা জুড়ে
তারাই জেনেছে স্বাধীনতার মানে।

তাইতো, মিড-ডে মিলে হারিয়ে যাচ্ছে শিশু
দু-চেলা হয় কলেজ কিশোরী ধানের ক্ষেতে,
ফুটপাথে ক্ষুধার্ত পেট মেলে ধরে ভিখারির দল।

কতটা স্বাধীন হলে, দুমুঠো অন্ন পাওয়া যায়!
সন্ধ্যে রাতে নিশ্চিন্তে বারি ফেরে একলা মেয়ে!
গর্জে ওঠে সুপ্ত প্রতিবাদ! কান্না থামে মানুষের!
কে দেবে উত্তর! কারাই বা জানে তার গভীরতা!

কারা কবে মুছিয়ে দিয়েছে নির্লিপ্ত চোখের জল?
সর্বহারাকে ফিরিয়ে দিয়েছে তার অধিকার?
রক্ত শরীরে মেশে না আজ, শরীর রক্তে মিশে যায়।

তুমি কি তবে হারিয়ে যাচ্ছ, অবক্ষয়ের হাত ধরে?
দেখ, কিভাবে ছোট ছোট শিশুরা পতাকা নিয়েছে হাতে!
নির্যাতিত, বুভুক্ষু মানুষ, ওরা কি হয়েছে স্বাধীন?

ওদের জীবনে স্বাধীনতার কুসুম ফোটাও তুমি,
তেরঙ্গার আবীর ছুড়ে, মুক্তির প্রশস্ত পথ দেখাও।

করো অঙ্গীকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন