কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৩১ আগস্ট, ২০১৩

কবিতা - সুবর্ণা গোস্বামী

কে তুমি নাবালক ঈশ্বর? সুবর্ণা গোস্বামী



কে তুমি নাবালক ঈশ্বর?
গড়িয়ে নিচ্ছ পৃথিবীর গোলক,
অন্তহীন অবৃন্তক ছায়াপথে।
কাফনে মোড়াচ্ছো বিমর্ষ ক্রীড়াভূমি,
উত্তর গোলার্ধ অতর্কিতে কেড়ে নিচ্ছে
দক্ষিন গোলার্ধের সবুজ শস্যমাঠ;
আশ্রয়হীন মরুভূমি মাতৃহীন বালকের ক্ষোভে
ভূ-মধ্যসাগরে নিয়ত ফুঁসছে।

কে তুমি নাবালক ঈশ্বর?
ধোঁয়ায় টানছ পারমাণবিক নিকোটিন,
সরিয়ে নিচ্ছ মানবতার টেকটোনিক প্লেট,
অস্তিত্বে ভূমিকম্প,মগজে অসারতা,
মতান্তরে শান্তিপ্রিয় অভ্যাসের আরামকেদারা।
কখনও কখনও পাথুরে শ্বেতপরীটার চোখেও
উষ্ণ পস্রবন, প্রতিবাদহীন কন্ঠের লজ্জায়।

কে তুমি নাবালক ঈশ্বর?
বিশ্বজুড়ে প্রতীকী আবাসন,চোরা উপনিবেশ,
মুখগহ্বরে পৈশাচিক নীল দাঁত উদ্যত,
নীল নদের বুকের আঁচলে বর্বরতার ক্ষত
কোন জল ধোবে তোমার স্থলিত কামনার আঠা,
ভেজা ট্রাউজার ?

কে তুমি নাবালক ঈশ্বর?
কেড়ে নিচ্ছ মা ক্যাঙ্গারুর ওম থেকে
সদ্যোজাত ছানা,
লরেশিয়ার ভূ-খণ্ডের মত শত ছিন্ন শরীর,
সমস্ত সাইবেরিয়াব্যাপি মৃত হরিণের দেহ,
মৃতভূকদের উল্লাসে আরও খানিকটা মৃত।

কে তুমি নাবালক ঈশ্বর?
জীবনকে সংক্রমিত করেছ অপমৃত্যুর অসুখে,
সমান্তরাল প্লাবনে আবিষ্ট বিষুবরেখার বসতি,
ডুবে যাচ্ছে পৃথিবীর শেষ সভ্যতার চিহ্ন;
জলবায়ু সম্মেলনে বিষবাস্পে নাভিশ্বাস নিচ্ছে স্বদেশ।

কে তুমি নাবালক ঈশ্বর?
য়্যুরোপের পাঁচ তারকায় দাঁড়িয়ে থুতু ছিটাচ্ছ
তৃতীয় বিশ্বের টিনের চালে,
প্রতীকী দাক্ষিণ্যে সকালে বিল্লাচ্ছ মৌরুটি ,
বিকেলে বোমারু বিমান,শতধা পাকস্থলী।

কে তুমি নাবালক ঈশ্বর?
আঠারো বছর তোমার কবে পূর্ণ হবে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন