কন্যা বিদায়
মাসুদুল আলম
দু’চোখ ঝরে পাড় ভাঙ্গে বুকের মাঝে
বাবা গো মাগো দাওগো বিদায় মোরে
শেষ বিদায় নিতে দাও চরণ তোমাদের ছুঁয়ে
নয়ন ভাসে বুক ভিজে যায় কাজল ধোয়া জলে
তোমাদের ছেড়ে যাচ্ছি গো আজ মায়ার বাঁধন ছিঁড়ে।
বরষার মত নয়ন ঝরে উৎরায় কষ্ট মনে
বাইশটি বছর পার করিলাম তোমাদের অঙ্গনে
আঁচল তলে ছায়া দিয়ে রেখেছিলে আমায়
আজ বুঝি তোমাদের বাঁধন খুলে দিলে সহসায়।
বাবার আদর ছিল আমার আঁকা নীড় স্বপ্ন জুড়ে
হেঁসে খেলে মেতে ছিলাম তোমাদের মায়া ঘিরে
আজ যাচ্ছি ছেড়ে তোমাদের আঙ্গিনা
চেনা সব অচেনা করে বন্দী হতে পরের ঘরে।
পাগলী মা আমার_
এইতো রীতি এইতো নীতি,তোর মা ওতো এসেছিলো
তার মায়ার সংসার ছাড়ি......
বাবাকে রেখো গো মা তোমার আঁচল বাঁধা আঙ্গিনায়
মা যে তোমার শেষ ঠিকানা বাবা
তোমার কষ্টের গড়া বাগিচায়......
বিদায় দাও গো মা, বিদায় দাও গো বাবা
পরকে করিতে আপন বাহির পানে যাই
তোমাদের মান রাখতে যেন পারি
সেই দোয়াটুকু চাই।।
মাসুদুল আলম
দু’চোখ ঝরে পাড় ভাঙ্গে বুকের মাঝে
বাবা গো মাগো দাওগো বিদায় মোরে
শেষ বিদায় নিতে দাও চরণ তোমাদের ছুঁয়ে
নয়ন ভাসে বুক ভিজে যায় কাজল ধোয়া জলে
তোমাদের ছেড়ে যাচ্ছি গো আজ মায়ার বাঁধন ছিঁড়ে।
বরষার মত নয়ন ঝরে উৎরায় কষ্ট মনে
বাইশটি বছর পার করিলাম তোমাদের অঙ্গনে
আঁচল তলে ছায়া দিয়ে রেখেছিলে আমায়
আজ বুঝি তোমাদের বাঁধন খুলে দিলে সহসায়।
বাবার আদর ছিল আমার আঁকা নীড় স্বপ্ন জুড়ে
হেঁসে খেলে মেতে ছিলাম তোমাদের মায়া ঘিরে
আজ যাচ্ছি ছেড়ে তোমাদের আঙ্গিনা
চেনা সব অচেনা করে বন্দী হতে পরের ঘরে।
পাগলী মা আমার_
এইতো রীতি এইতো নীতি,তোর মা ওতো এসেছিলো
তার মায়ার সংসার ছাড়ি......
বাবাকে রেখো গো মা তোমার আঁচল বাঁধা আঙ্গিনায়
মা যে তোমার শেষ ঠিকানা বাবা
তোমার কষ্টের গড়া বাগিচায়......
বিদায় দাও গো মা, বিদায় দাও গো বাবা
পরকে করিতে আপন বাহির পানে যাই
তোমাদের মান রাখতে যেন পারি
সেই দোয়াটুকু চাই।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন