কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৩১ আগস্ট, ২০১৩

কবিতা - অনুপ দত্ত

ও তুমি এসেছ ... কি সুন্দর স্বপ্নময়
অনুপ দত্ত


ভালবাসার জন্ম খোঁজো
সময়৷ক্ষণ৷তিথি৷ সে তো লেখা থাকে না ভালবাসার খাতায়
অত তিথি ক্ষণ সজ্ঞা হিসেব করে কি ভালবাসা হয়৷
সবুজ পাতার দেশ গিয়ে দেখেছ কি ভালবাসা!
চিরাতন রুহিতনের বিবিকে গিয়ে শুধাও ভালোবাসা
মাছের শরীরে জলের ভালবাসা৷ মাছ'ও কি মাপে৷
মাপে কি দিগন্ত রোদ বর্ষা শেষে ভিজে প্রান্তর ভালবাসা৷
ধুসর ঝরে যাওয়া পাতায় কি লেখা থাকে সবুজ পাতার ভালবাসা৷

অত হিসেব নিকেশ’এর ভালবাসা শেষে কি ভালবাসা হয়ে দাঁড়িয়ে থাকে!
হিসেব করে কি ভালবাসা হয়৷
ভালবাসার অঙ্গ ধরে দেখ৷ সে এক নির্মল শরীর৷
একটু ছোঁয়াতেই লজ্জাবতী শিরশিরিয়ে বলে ওঠে
“ও তুমি এসেছ.....কি সুন্দর স্বপ্নময়”৷


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন