পন্র আগষ্ট ... জিন্দাবাদ।
মনোজিৎ দত্ত
হালাই ...
হগল বছরই পন্র আগস্ট -
পতাকা তোলার উৎস'ব যাই
... কেরে যাই -ঠিকঠাক বুঝিনা
হগলে যায় ... আমিও যাই
কেরে যাই ... জানিনা।
হেরা কয় -
স্বাধীনতা দিবস ...
পতাকা ঊঠব ...
ইস্কুলের মাইয়ারা নাচ্ব ...
পুলিশে লেফ-রাইট মারব ...
পুলাপানে ব্যায়াম দেখাইব ...
ডিগবাজি খাইব ..
বাড়িত আইয়া চিন্তা করি ...
কেরে গেছ্লাম ... কেরে গেছ্লাম ...
কোনো উত্তর নাই।
পইরত্যাক বারই মনে হয় ...
আর যাইতাম না
কিন্তু ঠিকই যাই
বারে বারে যাই
পইরত্যাকবারই যাই।
যাই ...
রইদে পুড়ি ... বৃষ্টিত্ ভিজি
আর, উত্তর খুঁজি
... কেরে যাই... কেরে যাই।
অখন বুঝি -
ইডার লগে রক্তের একটা টান আছে।
যেমন ... নিজে্রার ভালা কিচ্ছু শুনলে
মনডা ভালা লাগে
ই..রকমই পন্র আগষ্ট আইলে
মন্ডা নাইচ্যা উঢে ...রক্তের'ই টানে ।
মাইয়াডা ক্ষুদিরামের ইতিহাস পড়লে -
আমি বুঝি -
আম্রার শরী'র ক্ষুদিরামের রক্ত
এই রক্তে মরনের বিষ থাক্লেও
ইডা মরনরে ডরায় না
এই রক্তে পুষ্টি না থাক্লেও
ইডাত্ স্বাধীনতার রঙ মাখা।
আমি বুঝতাম পারি -
জীবনের পাতাত্ স্বাধীনতা না থাক্লেও -
আম্রার রক্তে ... যে স্বাধীনতা
আম্রার চওখে ... যে স্বাধীনতা
আম্রার বুকে ... যে স্বাধীনতা -
ঘুমাইয়া রইছে -
ইডা একদিন জাইগ্যা উঠবই ... উঠব
উঠবই ... উঠব
উঠবই ... উঠব।
এইলাইগ্যাই বুধ হয় ...
পইরত্যাক বছর
আগষ্ট মাস আইলই আমার মনডা
খুশীত্ নাইচ্যা উঢে।
হ... বাবুরা
আমি পইরত্যাকবারই ...
পন্র আগ'ষ্ট -
পতাকা তুলাত্ যাইমু,
পন্র আগষ্ট ... জিন্দাবাদ।
স্বাধীনতা দিবস ... জিন্দাবাদ।
মনোজিৎ দত্ত
হালাই ...
হগল বছরই পন্র আগস্ট -
পতাকা তোলার উৎস'ব যাই
... কেরে যাই -ঠিকঠাক বুঝিনা
হগলে যায় ... আমিও যাই
কেরে যাই ... জানিনা।
হেরা কয় -
স্বাধীনতা দিবস ...
পতাকা ঊঠব ...
ইস্কুলের মাইয়ারা নাচ্ব ...
পুলিশে লেফ-রাইট মারব ...
পুলাপানে ব্যায়াম দেখাইব ...
ডিগবাজি খাইব ..
বাড়িত আইয়া চিন্তা করি ...
কেরে গেছ্লাম ... কেরে গেছ্লাম ...
কোনো উত্তর নাই।
পইরত্যাক বারই মনে হয় ...
আর যাইতাম না
কিন্তু ঠিকই যাই
বারে বারে যাই
পইরত্যাকবারই যাই।
যাই ...
রইদে পুড়ি ... বৃষ্টিত্ ভিজি
আর, উত্তর খুঁজি
... কেরে যাই... কেরে যাই।
অখন বুঝি -
ইডার লগে রক্তের একটা টান আছে।
যেমন ... নিজে্রার ভালা কিচ্ছু শুনলে
মনডা ভালা লাগে
ই..রকমই পন্র আগষ্ট আইলে
মন্ডা নাইচ্যা উঢে ...রক্তের'ই টানে ।
মাইয়াডা ক্ষুদিরামের ইতিহাস পড়লে -
আমি বুঝি -
আম্রার শরী'র ক্ষুদিরামের রক্ত
এই রক্তে মরনের বিষ থাক্লেও
ইডা মরনরে ডরায় না
এই রক্তে পুষ্টি না থাক্লেও
ইডাত্ স্বাধীনতার রঙ মাখা।
আমি বুঝতাম পারি -
জীবনের পাতাত্ স্বাধীনতা না থাক্লেও -
আম্রার রক্তে ... যে স্বাধীনতা
আম্রার চওখে ... যে স্বাধীনতা
আম্রার বুকে ... যে স্বাধীনতা -
ঘুমাইয়া রইছে -
ইডা একদিন জাইগ্যা উঠবই ... উঠব
উঠবই ... উঠব
উঠবই ... উঠব।
এইলাইগ্যাই বুধ হয় ...
পইরত্যাক বছর
আগষ্ট মাস আইলই আমার মনডা
খুশীত্ নাইচ্যা উঢে।
হ... বাবুরা
আমি পইরত্যাকবারই ...
পন্র আগ'ষ্ট -
পতাকা তুলাত্ যাইমু,
পন্র আগষ্ট ... জিন্দাবাদ।
স্বাধীনতা দিবস ... জিন্দাবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন