নাগরিক ক্লান্তি
অহনা চক্রবর্তী
আমাদের গতি অবরুদ্ধ,
আমাদের প্রতিপদে ভ্রান্তি;
আমাদের চাওয়া-পাওয়া প্রতিদিন
গ্রাস করে নাগরিক ক্লান্তি।
তুমি হাঁটো আমি হাঁটি প্রতিদিন,
জীবনের নানা অলি গলিতে;
কিছুতে মেলেনা পথ দুজনার
জীবন যে মাপা রঙ তুলিতে।
একই তুলি একই রঙে সাজানো
জীবনের কানভ্যাসে শান্তি!
আমাদের চাওয়া-পাওয়া প্রতিদিন,
গ্রাস করে নাগরিক ক্লান্তি।
অহনা চক্রবর্তী
আমাদের গতি অবরুদ্ধ,
আমাদের প্রতিপদে ভ্রান্তি;
আমাদের চাওয়া-পাওয়া প্রতিদিন
গ্রাস করে নাগরিক ক্লান্তি।
তুমি হাঁটো আমি হাঁটি প্রতিদিন,
জীবনের নানা অলি গলিতে;
কিছুতে মেলেনা পথ দুজনার
জীবন যে মাপা রঙ তুলিতে।
একই তুলি একই রঙে সাজানো
জীবনের কানভ্যাসে শান্তি!
আমাদের চাওয়া-পাওয়া প্রতিদিন,
গ্রাস করে নাগরিক ক্লান্তি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন