ভারতবর্ষ
সন্দীপ দাশ
এতটা পথ পেরিয়ে এসেও
তোমার দু'চোখে জল ! পুত্র- কন্যার
হাতে হাত রেখেও তুমি
অসম্ভব স্থিতিশীল... আবেগহীন !
তোমার এক হাতে অফুরন্ত নিত্য নতুন খাদ্য উপকরণ আর
অন্য হাতে চিরদিনের ডাস্টবিন- রেললাইন-
ছুঁড়ে দেওয়া কলার খোসা......
তবু, তুমি অভুক্ত... চরম বিস্ময় !
তুমি এখনো ঠিক করতে পারোনি
কোনটা তোমার গ্রহণযোগ্য।
পুত্র- কন্যা, তাদের উত্তরসূরি
সবাইকে নিয়ে ষাট বছরের নিজস্ব ভরাট সংসার,
তবু, তুমি আবেগহীন !
তবু, তুমি সুখী নও !
অথচ, তোমার পুত্র- কন্যারা
বেশির ভাগই সুখী(অন্তত তাদের ভাষায়)।
আর তুমি, তুমি এখনও আপনজন খুঁজছ !
এরা তবে কে তোমার ?
একশ ত্রিশ কোটি সন্তানের জননী, মাগো,
আজও বুঝলে না
যার স্বামী নেই, এ যুগে তার কিছু নেই।
পুত্র- কন্যা সব মিথ্যে...... সব......।।
সন্দীপ দাশ
এতটা পথ পেরিয়ে এসেও
তোমার দু'চোখে জল ! পুত্র- কন্যার
হাতে হাত রেখেও তুমি
অসম্ভব স্থিতিশীল... আবেগহীন !
তোমার এক হাতে অফুরন্ত নিত্য নতুন খাদ্য উপকরণ আর
অন্য হাতে চিরদিনের ডাস্টবিন- রেললাইন-
ছুঁড়ে দেওয়া কলার খোসা......
তবু, তুমি অভুক্ত... চরম বিস্ময় !
তুমি এখনো ঠিক করতে পারোনি
কোনটা তোমার গ্রহণযোগ্য।
পুত্র- কন্যা, তাদের উত্তরসূরি
সবাইকে নিয়ে ষাট বছরের নিজস্ব ভরাট সংসার,
তবু, তুমি আবেগহীন !
তবু, তুমি সুখী নও !
অথচ, তোমার পুত্র- কন্যারা
বেশির ভাগই সুখী(অন্তত তাদের ভাষায়)।
আর তুমি, তুমি এখনও আপনজন খুঁজছ !
এরা তবে কে তোমার ?
একশ ত্রিশ কোটি সন্তানের জননী, মাগো,
আজও বুঝলে না
যার স্বামী নেই, এ যুগে তার কিছু নেই।
পুত্র- কন্যা সব মিথ্যে...... সব......।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন