সম্পাদকীয়
সম্প্রতি পালন করলাম ১৫ই আগষ্ট, ভারতের চির আকাঙ্খিত স্বাধীনতা দিবস। আমরা নিজেদের মতো করে দিনটি ভরিয়ে তুলি সেই সব বীরদের স্মৃতিতে যাঁরা নিজেদের জীবন দান করে উপহার দিয়ে গেছেন আমাদের স্বাধীনতা। আসলে আমাদের সামগ্রীক জীবনচর্যায় আমরা এত ব্যস্ত থাকি যে কখনো অনুভবই করতে পারি না যে কত রক্তের বিনিময়ে আমরা আজ এই স্বাধীনতা উপভোগ করছি। তাই সমান্য প্রচেষ্টা আমাদের কবিতার পরিবারের তরুণ প্রবীণ কবিদের কবিতার ডালি দিয়েই বরণ করার। এছাড়া আমাদের আর উপায়ই বা কী, যতটুকুই বা করি, স্বাধীনতা আনতে যে পরিমান রক্ত বয়ে গেছে তার তুলনায় বড়ই নগন্য।
প্রকাশিত হলো এবারের পারিবারিক - বিশেষ স্বাধীনতা সংখ্যা। আপনাদের কাছে বিনীত অনুরোধ, প্রকাশিত কবিতা-প্রবন্ধ-মুক্তগদ্য সম্পর্কে আপনাদের অভিমত অবশ্যই জানাবেন ‘কমেন্ট বক্স’-এ। সেইসঙ্গে কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন পারিবারিক-কে আরও সমৃদ্ধ করুন আপনাদের স্বরচিত মননশীল কবিতা, ছোটগল্প ও প্রবন্ধ পাঠিয়ে।
আমাদের কাছে লেখা পাঠাবার ঠিকানা : kobitaar.poribaar@gmail.com
সম্প্রতি পালন করলাম ১৫ই আগষ্ট, ভারতের চির আকাঙ্খিত স্বাধীনতা দিবস। আমরা নিজেদের মতো করে দিনটি ভরিয়ে তুলি সেই সব বীরদের স্মৃতিতে যাঁরা নিজেদের জীবন দান করে উপহার দিয়ে গেছেন আমাদের স্বাধীনতা। আসলে আমাদের সামগ্রীক জীবনচর্যায় আমরা এত ব্যস্ত থাকি যে কখনো অনুভবই করতে পারি না যে কত রক্তের বিনিময়ে আমরা আজ এই স্বাধীনতা উপভোগ করছি। তাই সমান্য প্রচেষ্টা আমাদের কবিতার পরিবারের তরুণ প্রবীণ কবিদের কবিতার ডালি দিয়েই বরণ করার। এছাড়া আমাদের আর উপায়ই বা কী, যতটুকুই বা করি, স্বাধীনতা আনতে যে পরিমান রক্ত বয়ে গেছে তার তুলনায় বড়ই নগন্য।
প্রকাশিত হলো এবারের পারিবারিক - বিশেষ স্বাধীনতা সংখ্যা। আপনাদের কাছে বিনীত অনুরোধ, প্রকাশিত কবিতা-প্রবন্ধ-মুক্তগদ্য সম্পর্কে আপনাদের অভিমত অবশ্যই জানাবেন ‘কমেন্ট বক্স’-এ। সেইসঙ্গে কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন পারিবারিক-কে আরও সমৃদ্ধ করুন আপনাদের স্বরচিত মননশীল কবিতা, ছোটগল্প ও প্রবন্ধ পাঠিয়ে।
আমাদের কাছে লেখা পাঠাবার ঠিকানা : kobitaar.poribaar@gmail.com
পারিবারিক ব্লগজিনের পক্ষে
সুমিত রঞ্জন দাস
সুমিত রঞ্জন দাস
আচ্ছা এতো কষ্ট করে যে এই ব্লগজিনগুলো সুমিত দা বানান,
উত্তরমুছুনতাতে কাজের কাজ কি কিছু হয়?
কেউ কি আদৌ পড়ে দেখেন?
শুধুই যাদের লেখা প্রকাশিত হয় তারা কেবল তাদেরটাই পড়েন ও সেটা দফলাও করে প্রচার করেন ।
একেই কি বলে সার্থক সাহিত্যচর্চা?