কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৩১ আগস্ট, ২০১৩

কবিতা - নাশিদা খান চৌধুরী


ময়না তদন্ত
নাশিদা খান চৌধুরী



বিরোধীতায় বিপ্লব ডাকেনি কোন হুতাশে, তবু মর্মে মর্মে নজরদারী।
শব্দেরা থমকে যায় অনাহুত আতঙ্কে।
খুঁজে খুঁজে তোলপাড় তেপান্তর শুদ্ধ। থলে থেকে বেরোয় না চক্ষুশূল।

ক্লান্ত মন, সজাগ চোখ। বাতাসেও দুলে ওঠে ইন্দ্রিয়ের খেলাঘর।
বিধিনিষেধ মেপে মেপে জীবনপ্রবাহ! বালাই ষাট!
অসভ্যতা মেপে চলে অহরহ। চোখ তো নয় যেন টেলিস্কোপ!

বুকের পাটাতনে তোলপাড়।
যত্ন আত্তিতে লালায়িত মুখপোড়া অবিশ্বাসে অনর্গল ময়না তদন্ত চলে ইতিবৃত্তের।

1 টি মন্তব্য: