অপলাপ
হরপ্রসাদ রায়
অনামী সময় আসে আর যায় ইচ্ছে মত
আমার ইচ্ছের ধার ধারবার অবকাশ নেই
অথচ আমাকে ঘিরেই লিখছে নিজের নাম
প্রতিবাদী কথা দেওয়ালের রঙ রোজ বদলায়
ভরসায় শুধু খড়িমাটি ফেলে ঘুনে ধরা ছাদ
বিবর্ণ দিন আলোর আড়ালে লুকাতে চায়
হেমন্তে রাখা খড় কুটো গুলো আধ-ভেজা জলে
আফসোস গুলো গজিয়েছে যেন ব্যাঙের ছাতায়
বেনামী গন্ধ মৌতাত নিয়ে হাতছানি দেয়
নিলয় অলিন্দ অনুভূতিশীল ফাঁকা গরাদে
আনমনা সাঁচে অবহেলা হয়ে ঝুলন্ত লতা
মেহুল হাওয়ায় মাথা দুলিয়ে দিচ্ছে সায়
প্রতিবেশী খুঁজে ফিরে আসে শুধু মিশ্র আবেগ
রুপোলী পাড়ের মেঘেও যেন কি ভ্রূকুটি লেখা
বেনামি জীবনে নাম খোঁজা মানে আইন ভাঙা ।
হরপ্রসাদ রায়
অনামী সময় আসে আর যায় ইচ্ছে মত
আমার ইচ্ছের ধার ধারবার অবকাশ নেই
অথচ আমাকে ঘিরেই লিখছে নিজের নাম
প্রতিবাদী কথা দেওয়ালের রঙ রোজ বদলায়
ভরসায় শুধু খড়িমাটি ফেলে ঘুনে ধরা ছাদ
বিবর্ণ দিন আলোর আড়ালে লুকাতে চায়
হেমন্তে রাখা খড় কুটো গুলো আধ-ভেজা জলে
আফসোস গুলো গজিয়েছে যেন ব্যাঙের ছাতায়
বেনামী গন্ধ মৌতাত নিয়ে হাতছানি দেয়
নিলয় অলিন্দ অনুভূতিশীল ফাঁকা গরাদে
আনমনা সাঁচে অবহেলা হয়ে ঝুলন্ত লতা
মেহুল হাওয়ায় মাথা দুলিয়ে দিচ্ছে সায়
প্রতিবেশী খুঁজে ফিরে আসে শুধু মিশ্র আবেগ
রুপোলী পাড়ের মেঘেও যেন কি ভ্রূকুটি লেখা
বেনামি জীবনে নাম খোঁজা মানে আইন ভাঙা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন