অঞ্জলি
অরুণ সেনগুপ্ত
রামধনু রঙ অবাক করা
বৃষ্টি ঝরা মন খারাপ
শীতল ছায়া ঘনিয়ে আসে
জড়িয়ে কত গল্প আলাপ ।
শিউলি ফোটার দিন যে এল
চতুর্দিক ঝরা তুষার
মেঘের তুলো যায় ছড়িয়ে
শরৎ বুঝি নবীন ঊষার ?
মন চলে যায় পিছন ফিরে
উরিধান পেটের ভিতর
সূচ বিঁধিয়ে দিন গড়ান
ভাইবোন কি খাচ্ছে আদর ?
নতুন গন্ধ আয় উবে যা
কান্না কতনা রাত গড়ায়
সিঁড়ির নীচে হর্ষ বিন্দু
কার হস্ত মুখ মুছায় ?
শুকনো চক্ষু নয়ন মেলে
গোটা হ্রদ লবণ জলের
চতুর্দিক ঝরা তুষার
ঢেরা দেয় হাড়-হাঁ কালের !
হাড়-হাঁ কাল হস্ত দু'জোড়া
কেউ কি ধুলো আজ অব্দি
'শরৎ তোমার অরুণালোর
অঞ্জলি ' মুগ্ধ-অবধি !
অরুণ সেনগুপ্ত
রামধনু রঙ অবাক করা
বৃষ্টি ঝরা মন খারাপ
শীতল ছায়া ঘনিয়ে আসে
জড়িয়ে কত গল্প আলাপ ।
শিউলি ফোটার দিন যে এল
চতুর্দিক ঝরা তুষার
মেঘের তুলো যায় ছড়িয়ে
শরৎ বুঝি নবীন ঊষার ?
মন চলে যায় পিছন ফিরে
উরিধান পেটের ভিতর
সূচ বিঁধিয়ে দিন গড়ান
ভাইবোন কি খাচ্ছে আদর ?
নতুন গন্ধ আয় উবে যা
কান্না কতনা রাত গড়ায়
সিঁড়ির নীচে হর্ষ বিন্দু
কার হস্ত মুখ মুছায় ?
শুকনো চক্ষু নয়ন মেলে
গোটা হ্রদ লবণ জলের
চতুর্দিক ঝরা তুষার
ঢেরা দেয় হাড়-হাঁ কালের !
হাড়-হাঁ কাল হস্ত দু'জোড়া
কেউ কি ধুলো আজ অব্দি
'শরৎ তোমার অরুণালোর
অঞ্জলি ' মুগ্ধ-অবধি !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন