কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৩১ আগস্ট, ২০১৩

কবিতা - সিধ শর্মা

স্বাধীনতা বয়ান
সিধ শর্মা


মর্মন্তুদ বিরহের স্মৃতি নিয়ে আজ
ইতিহাসের বালুকাবেলায় শরশয্যা
দেশমাতৃকা শয়ান
শ্মশানের নীরবতা ভাঙ্গে হায়নার হাসি
লোভী শকুন ওড়ে ঘোলা আকাশে
স্বাধীনতা বয়ান।

"ইয়ে আজাদী ঝুটা হ্যায়।"
বুকফাটা আর্তনাদের পৃথিবী
দিগদিগন্তে অসহায়তার এক ছবি
কলমের কালি শুকিয়ে নির্বাক কবি।

স্বাধীনতার রূপকার নেতাজি সুভাষ
সয়েছে মসনদলোভী নেতার উপহাস
আকাশে বাতাসে পোড়া বাস
পতাকা টাঙিয়ে গীধ্র উল্লাস।

ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ প্রফুল্ল চাকী
আত্মবলিদান প্রপঞ্চ সমাজের ঋণ শোধ বাকী
ক্ষুধিত পাষান হাহাকার ফাঁকি ফাঁকি ফাঁকি
মাতঙ্গিনী, প্রীতিলতা, কল্পনা-র ছবি আঁকি।

স্বাধীনতার ভোর চকলেট, জিলিপির গন্ধ
নেতা মন্ত্রীর সাজানো বাক্য বন্ধ
নেশায় চুর হয়ে স্বাধীনতার বন্ধ্যা সন্ধ্যা
ইজ্জত সম্ভ্রম লুটোনো আয়েশা, সবিতা, ছন্দা।

শত শহীদের শুধতে রক্তঋণ
বঞ্চনার করুণ কাহিনী ভরা দিন
শোষকের উৎপীড়নে জীবন সঙ্গীন
তবুও চারণ কবির বীন -

স্বাধীনতা, খোঁজে ক্ষীণ আলোর মাঝে
কাঁটাতার স্মৃতিবাঁকে রক্তরঞ্জিত এক সাঁঝে
মনলিখিয়ের প্রার্থনা……
মানবতা স্বাধীন হউক
স্বাধীন ভারত দীর্ঘজীবি হউক।
উদয়াস্ত পরিশ্রম করে যে মানুষ খেটে খায়
সে যেন পেটপুরে দুবেলা যেন খেতে পায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন